প্রথম পাতা

রাজ্যের ১১৫টা পৌরসভায় বহু প্রতীক্ষিত পুরভোট হচ্ছে সেপ্টেম্বরেই

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২রা আগস্ট ২০২১ : বিধানসভা নির্বাচনের পর এবার পুরভোটের প্রস্তুতি নিতে চলেছে রাজ্য।বহু বছর ধরে আটকে রয়েছে মেয়াদ শেষ হওয়া অনেক পৌরসভার নির্বাচন।হাওড়া, বর্ধমানের মত অনেক পৌরসভায় প্রায় ৪বছরের উপর নির্বাচন না হওয়ার ফলে উন্নয়নের কাজ প্রায় থমকেই গেছে। এছেড়া গত বছর অনেক পৌরসভার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনার কারণে নির্বাচন করা যায় নি। এবার পুজোর আগে সেপ্টেম্বরেই হতে পারে পুরভোট।সব জেলার দলীয় নেতৃত্বদের এমনই বার্তা দেওয়া হয়েছে। রাজ্যের প্রশাসনিক কর্তারাও পুরভোট করানোর বিষয়ে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশনকে।

তৃণমূল সূত্রের খবর, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ পুরভোট হতে পারে। তার জন্য প্রস্তুতি শুরু করতে কলকাতার নেতাদের বার্তা দেওয়া হয়েছে। কত দফায় ভোট করা যায় তা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের অন্দরেও আলোচনা চলছে। করোনা পরিস্থিতির উপর নজর রেখে একদিনে কলকাতা পুরসভার ভোটগ্রহণ এবং অন্যদিন বাকি সমস্ত পুরসভার ভোটগ্রহণ হতে পারে বলে সূত্রের খবর।

তবে পুরভোটের আগে উপনির্বাচন করাতে তৎপর রাজ্যের শাসকদল। ইতিমধ্যে রাজ্যের প্রশাসনিক কর্তারা বিধানসভার সাতটি কেন্দ্রের উপনির্বাচন করাতে প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। ফলে সেপ্টেম্বরে পুর নির্বাচন হলে আগস্টেই উপনির্বাচনের দিন স্থির হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।রাজ্যে এখনও পর্যন্ত ১১২টি পুরসভায় ভোটের কথা আছে কিন্তু যেহেতু ফালাকাটা ও ময়নাগুড়ি নতুন পুরসভা তৈরি হয়েছে এবং বালি পুরসভা পুনরায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা তাই ১১২টি-র পরিবর্তে ১১৫টি পুরসভায় পুরভোট হতে চলেছে যার মোট ওয়ার্ডের সংখ্যা দাঁড়াবে ২,৭৩০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *