করোনার তৃতীয় তরঙ্গ রুখতে রাজপুর সোনারপুরে চারদিন বাজার ও দোকান বন্ধ রাখার নির্দেশ, ১৫টি ওয়ার্ডে সতর্কতা
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ৪ঠা জানুয়ারি ২০২২ : করোনা তৃতীয় তরঙ্গ একটাই প্রকট হয়ে উঠেছে যে খুবই দ্রুত ছড়াচ্ছে সোনারপুর উত্তর বিধানসভায়। এই কারণে সরকারি নির্দেশে রাজপুর সোনারপুর পৌরসভার ওয়ার্ড নং ১ (উমা অ্যাপার্টমেন্ট, বেলমন্ড অ্যাপার্টমেন্ট ইস্ট বালিয়া), ওয়ার্ড ৬ (বোয়ালিয়া), ওয়ার্ড ১১, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২৫, ২৬, ২৭, ২৮, ৩১, ৩২ ও ৩৩ কন্টাইনমেন্ট জোন বলে ঘোষণা করা হয়েছে। গোটা সোনারপুর উত্তর বিধানসভায় সকলকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা তৃতীয় তরঙ্গের কারণে যাতে সংক্রমণ আরও প্রকট না হয়ে ওঠে তার কারণে আগামী ৬, ৭, ১০ ও ১১ই জানুয়ারি গোটা রাজপুর সোনারপুর পৌরসভার সব বাজার ও দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ পালনের জন্য কড়া পদক্ষেপ নেবে নরেন্দ্রপুর ও সোনারপুর থানা বলেও সূত্র মারফৎ জানা যায়।