হোমিও কলেজের ২য় প্রাক্তন ছাত্র সভা
দেবকুমার মল্লিক, তকমা নিউজ, কলকাতা, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ : প্রতাপ চন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি হাসপাতাল ও কলেজের ২য় প্রাক্তন ছাত্র সভা 12ই ফেব্রুয়ারি, 2023 তারিখে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন ভারতের হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ডাঃ সহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ড. আশিস দত্ত, সাবেক সচিব, সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি,ভারত সরকার। শ্রী অশোক দেব, বিধায়ক বুজ বুগদে কনসিন্সটেন্সি এবং পশ্চিমবঙ্গের চেয়ারম্যান বার অ্যাসোসিয়েশন। ড. সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সম্পাদক রবীন্দ্র ভারতীয় সমাজ। ডাঃ সুদীপ্ত নারায়ণ রায়, চেয়ারম্যান, ASSOCHAM আয়ুষ জাতীয় টাস্ক ফোর্স। ড. বি.পি. দাস, সভাপতি PCMH&C অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ড. অশোক প্রধান, প্রতিষ্ঠাতা সভাপতি HYDTREH এবং প্রখ্যাত হোমিও চিকিৎসক।
ড. ডি.এস.ভার, ফেডারেশন অফ হোমিওপ্যাথি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি। উসমান গনি, জাতীয় গ্রন্থাগারের।
ASSOCHAM-এর ডাঃ রয় বলেছেন যে আয়ুষ সেক্টরে সরকারের জোরের সাথে ইতিবাচক প্রভাব রয়েছে। হোমিওপ্যাথি দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।