৪৪ তম আন্তর্জাতিক বইমেলা ২০২০ ২৯শে জানুয়ারি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ফোকাল থীম রাশিয়া
বিশেষ প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ১৭ই ডিসেম্বর ২০১৯ : আর ঠিক ৪২ দিন বাকি শুরু হতে চলেছে সিটি অফ লিটারেচার কলকাতার অহংকার- আন্তর্জাতিক কলকাতা বইমেলা, পৃথিবীর বৃহত্তম দর্শক ও পাঠকধন্য উৎসব।প্রসঙ্গত জানানো ভাল গতবছর সল্টলেকের বইমেলায় মানুষ এসেছিল ২৪ লাখ এবং মোট বই বিক্রি হয়েছিল ২১ কোটি টাকা। ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসসিয়েশন, জেনেভা প্রকাশিত আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুসারে আগামী ৪৪তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা আরম্ভ হবে ২৯শে জানুয়ারি চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।বইমেলা আয়োজকদের তরফে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রী এবং মেয়রের সাহায্যে ও বইপ্রেমীদের ভালবাসায় সেন্ট্রাল পার্কের বইমেলা সাফল্য লাভ করবে।
সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়ার কলকাতার কনসুলেটের কনসাল অ্যালেক্সি ইদামকিন। তিনি জানান, এবারের কলকাতা বইমেলায় রাশিয়া কীরকম বিশাল ও বর্ণাঢ্যময় হিসাবে উপস্থিত থাকবে। পরবর্তী সাংবাদিক সম্মেলনে এব্যাপারে বিস্তারিত বলা হবে।তবে এইটুকু বলতে পারি রাশিয়ার সাহিত্য, সঙ্গীত, সিনেমা এবং সুসজ্জিত প্যাভিলিয়ান বাঙালি পাঠকের অতি প্রিয়। রাশিয়ার বিশিষ্ট সাহিত্যিক উপস্থিত থাকবেন এবারের বইমেলায়। আমি মনে করছি এর মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক ও মেলবন্ধন আরও দৃঢ় হবে।
সাংবাদিক সম্মেলনে সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি জানান, প্রতিবছরের মত এবছরও অংশগ্রহণ করবে ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, জাপান, ফ্রান্স, আর্জেন্তিনা, গুয়েতামালা, মেক্সিকো, পেরু, লাতিন আমেরিকার বিভিন্ন দেশ এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। এছাড়া জাতীয়স্তরে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, কর্নাটক, গুজরাট, নাগাল্যান্ড, আসাম, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িষা থেকে অসংখ্য প্রকাশক উপস্থিত হবে।এবছর নবজাগরণের উজ্জ্বলতম মনীষী পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকী উদযাপন হবে। এবছর বইমেলায় ফোকাল থীম দেশ রাশিয়া।
এবছরও বইমেলার আকর্ষণ হিসেবে থাকবে কলকাতা সাহিত্য উৎসব। এই সপ্তম বর্ষে কলকাতা সাহিত্য উৎসব ৬ই ফেব্রুয়ারি থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সেখানে বিভিন্ন আলোচনাচক্রে উপস্থিত থাকবেন ভারতের ও বিদেশের বিশিষ্ট সাহিত্যিক, সিনেমা, নাট্যজগত, ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। বইমেলা প্রতিদিন খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রচারে : ক্যানডিড কমিউনিকেশন।