প্রথম পাতা

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বাংলা চলচ্চিত্র সংরক্ষণের জন্য তৈরি হবে চলচ্চিত্র জাদুঘর

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২৬শে এপ্রিল ২০২২ : নজরুল মঞ্চে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের এখন থেকে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য আরও কাজ করতে হবে। কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে চলে আসছে দীর্ঘদিন ধরে।’ শহরে একটি সিনে মিউজ়িয়ম গড়ে তোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন মমতা ও বিশিষ্ট অভিনেতা শত্রুঘ্ন সিংহ। শত্রুঘ্ন ছাড়াও উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, সন্দীপ রায়, মাধবী মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইন্দ্রাণী হালদার, সুদেষ্ণা রায়, নুসরাত জাহান, পাওলি দাম, অরিন্দম শীল, কোয়েল মল্লিক, সায়নী ঘোষ, মমতা শঙ্কর, বাবুল সুপ্রিয়, অজয় চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম সহ অনেকে।

ছবি : ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ‘বাংলা চলচ্চিত্রের জৌলুশ এখন দিনে দিনে বাড়ছে। বাংলা চলচ্চিত্র বিশ্বের সেরা চলচ্চিত্র। এই চলচ্চিত্র আজ এগিয়ে চলেছে। তৈরি হচ্ছে নিত্যনতুন আঙ্গিকে বাংলা চলচ্চিত্র। আমরাও এই বাংলা চলচ্চিত্র সংরক্ষণের জন্য গড়ে তুলছি কলকাতায় একটি চলচ্চিত্র জাদুঘর। সেখানে সংরক্ষিত থাকবে সব অতীত থেকে বর্তমানের বাংলা চলচ্চিত্র।’ এবার থেকে চলচ্চিত্র শতবর্ষ ভবনে নিয়মিত ছবি দেখানো হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সিনেমা যেহেতু একটি সংগঠিত ও ব্যবসায়িক ইন্ডাস্ট্রি তাই আগামী বছর থেকে বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটে সিনেমা ও টেলিভিশন জগতের প্রতিনিধিদের ডাকা হবে বলে জানান তিনি।

এ বছরের ফোকাস দেশ ফিনল্যান্ড। সেই দেশের সাতটি ছবি থাকছে উৎসবে। এ বছর সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত ও হাঙ্গেরীয় পরিচালক মিকলোশ য়ানচো-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রদর্শিত হতে চলেছে এঁদের বেশ কিছু ছবি। সত্যজিতের নানা সৃষ্টি নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন উৎসব কর্তৃপক্ষ। এছাড়া সদ্যপ্রয়াত সিনেমা ও সঙ্গীত জগতের রথী মহারথীদের উদ্দেশ্যেও শ্রদ্ধা জানিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এবারের উদ্বোধনী ছবি সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’।

ছবি : ভাস্কর মুখার্জি

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসবের সভাপতি রাজ চক্রবর্তী ও অন্যান্যরা। বক্তব্য রাখতে এসে শত্রুঘ্ন জানান পুনে ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গে জড়িত তাঁর স্মৃতি ও সেই সূত্রে উঠে আসে সত্যজিৎ, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের কথা। সন্দীপ রায় জানান, সত্যজিতের নানা সৃষ্টিকে আবারও দর্শকের সামনে নিয়ে আসার জন্য  তিনি এবং রায় পরিবার উৎসব কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *