প্রথম পাতা

গড়িয়ায় কোভিড রোগীদের স্বস্তি ভারত সেবাশ্রম সংঘের সেফ হোমের ৩০ শয্যা

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২২শে মে ২০২১ : সাম্প্রতিক Aathena Educational & Welfare Trust এর উদ্যোগে অস্থায়ী কোভিড রিলিফ সেন্টার এবং সেফ হোমের শুভ সূচনা করা হলো রাজীব দত্ত সহ মিঠুন মিত্র, পার্থ ঘোষ, প্রদীপ চক্রবর্তী, সুমিত নারায়ণ চৌধুরী টীম অ্যাথেনার তত্বাবধানে ভারত সেবাশ্রম সঙ্ঘ গড়িয়া শাখাতে, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ,ছিলেন গড়িয়া আশ্রমের অধ্যক্ষ স্বামী গিরীষানন্দজী মহারাজ, বিশিষ্ট চিকিৎসক ডঃ শ্যামল বেরা এবং কলকাতা কর্পোরেশনের ১১০ নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা অরুপ চক্রবর্তী সহ ১১১ নম্বর ওয়ার্ডে বিদায়ী পৌরপিতা চয়ন ভট্টাচার্য এবং পাটুলী থানার ভারপ্রাপ্ত অফিসার তন্ময় দত্ত, এছাড়াও আমাদের সদস্য এবং সদস্যরা সকালেই উপস্থিত ছিলেন, ভারত সেবাশ্রম সংঘের গড়িয়া আশ্রমের তৃতল ভবনের (প্রণবানন্দ রোড, গড়িয়া) ক্যাম্পে থাকছে ২০ শয্যার অক্সিজেন বেড ও ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড। সাথে তাৎক্ষণিক কোভিড চিকিৎসার আনুষঙ্গিক ওষুধ, ডাক্তার, নার্স, আয়া, ওয়ার্ডবয় ও অন্যান্য সুবিধা।

এব্যাপারে সদস্য মিঠুন মিত্র জানান, ভারত সেবাশ্রম সংঘের ১০৪ বছরের রেকর্ড ভেঙে রোগীদের জন্য আমিষ খাদ্য দেওয়া হচ্ছে। গড়িয়া আশ্রমের অধ্যক্ষ স্বামী গিরীষানন্দজী মহারাজ বলেন রোগীকে সেবা করাটা এখানে প্রধান, ধর্ম নয় তাই প্রথমে রোগীদের সুস্থ করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিদায়ী পৌরপিতা অরূপ চক্রবর্তী গোটা আশ্রম জীবানুমুক্ত করার দায়িত্ব নিয়েছেন এবং প্রতিদিন বর্জ নেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের অনেকে মুক্তহস্তে দান করেছেন। অনেকে অনেক অংকের টাকা দিয়েছেন কিন্তু আমাদের কাছে এক ছাত্র মাত্র ৫১ টাকা তুলে দিয়েছে যা আমাদের কাছে সব থেকে বড় উৎসাহ, এছাড়া বহু ক্লাব ও ব্যক্তিগত আর্থিক অনুদান পেয়েছি। অনুদানের মধ্যে সব থেকে কনিষ্ঠ নবনালন্দা স্কুলের ষষ্ট শ্রেনীর ছাত্র আহির ভট্টাচার্য তার সঞ্চিত পকেটমানি থেকে আমাদের ১৫১টাকা অনুদান করেছে।আমরা তকমা সংবাদমাধ্যমে আমাদের যোগাযোগ নম্বর দিয়েছি গড়িয়ার বাইরের কোন কোভিড রোগীদের সাহায্যের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *