রাজ্যের যুব তৃণমূলে ৪০ উর্দ্ধের কেউ থাকবে না, স্বমহিমায় ফিরল পার্থ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দঃ ২৪ পরগণা, ৩০শে জুলাই ২০২০ : গতকাল ক্যানিং বন্ধুমহল ক্লাবে দঃ ২৪ পরগণায় যুব তৃণমূল কংগ্রেসের এক বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলার সব যুব তৃণমূল কর্মী ও নেতৃত্বরা। এই সভায় সদ্য পুনঃ নির্বাচিত সভাপতি শওকত মোল্লার সাথে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন দঃ ২৪ পরগণা জেলার জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরি সভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ)। এই কনফারেন্সে অভিষেক ব্যানার্জি সাফ জানিয়ে রাজ্যে কোথাও কোন তৃণমূল যুব কংগ্রেসের কমিটি থাকছে না। রাজ্যের সব স্তরের যুব তৃণমূল কংগ্রেসের কমিটি ভেঙে দেওয়া হল, সব জেলায় শুধুমাত্র জেলা সভাপতিরা দায়িত্বে থাকবে।তিনি আরও নির্দেশ দেন রাজ্যে কোন স্তরের তৃণমূল যুব কংগ্রেসের কমিটি সদস্যের বয়স ৪০ উর্দ্ধ হওয়া চলবে না।এরপর তিনি আরও বলেন আগামী ১০দিনের মধ্যে প্রতিটা ব্লক, টাউন ও জেলার নতুন কমিটির জন্য নাম প্রস্তাব করতে হবে। সেই নাম খোদ অভিষেক ব্যানার্জির সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত হবে। তবে প্রতিটা ব্লক ও টাউন সভাপতির পদের জন্য দুজন সদস্যের নাম প্রস্তাব করতে হবে যেখান থেকে অভিষেক ব্যানার্জি নিজে খোঁজ নিয়ে সভাপতির নাম ঘোষণা করবেন।
শুধুমাত্র দঃ ২৪ পরগণায় অনিরুদ্ধ হালদার ও নির্মাল্য চ্যাটার্জি পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন সহ সভাপতিদের নাম ঘোষণা করে দেন অভিষেক। নতুন সহ সভাপতি হিসাবে দঃ ২৪ পরগণায় অনিরুদ্ধ হালদারের নাম সভায় সকলের সামনে ঘোষণা করেন সভাপতি শওকত মোল্লা।তিনি সভায় জানান সদ্য সমাপ্ত কনফারেন্সে সর্ব ভারতীয় তৃণমূল যুব কংগ্রেস নীতি নির্ধারনের কথা সভাপতি অভিষেক ব্যানার্জি জানিয়ে দেন। এরপর নতুন কমিটির নাম ঘোষণা করা হবে। সেই কমিটিতে কারা থাকবে এখন সেটাই দেখার কারণ বর্তমান কমিটিতে অনেকেরই বয়স ৪০ উর্দ্ধ হয়ে গেছে। তবে কি রাজ্যের মানুষের কাছে যুব নেতা হিসাবে নতুন মুখকে দেখাতে চাইছেন অভিষেক? অভিষেক এমনও বলেন যারা ৪০ উর্ধে থাকার কারনে কমিটি থেকে বাদ পড়ছেন তাদের কথা মাথায় রেখে দলের মূল সংগঠনে জায়গা করে দেওয়া হবে।