অন্তরা উদ্বোধন করল “অ্যাক্সিস–অন্তরা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস” এবং “মেন্টাল হেলথ উইক ২০২৫”
অম্বর ভট্টাচার্য্য, তকমা নিউজ, কলকাতা, ১৬ই অক্টোবর ২০২৫ : মানসিক স্বাস্থ্য ও সুস্থতা সেবার ক্ষেত্রে অগ্রগণ্য প্রতিষ্ঠান অন্তরা কলকাতায় “মেন্টাল হেলথ উইক ২০২৫”-এর আনুষ্ঠানিক সূচনা ও “অ্যাক্সিস–অন্তরা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস”-এর উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স এর উপাচার্য ড. মুকুল ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত ছিলেন মি. কেভিন গোহ, ভারপ্রাপ্ত কনসাল-জেনারেল, অস্ট্রেলিয়ান কনসুলেট-জেনারেল, কলকাতা, এবং মি. কমল প্রকাশ, সভাপতি, অন্তরা।

অ্যাক্সিস–অন্তরা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস-এর মূল লক্ষ্য হল মানসিক স্বাস্থ্য, নার্সিং এবং সহযোগী বিজ্ঞানক্ষেত্রে একাডেমিক উৎকর্ষতা ও দক্ষতা বৃদ্ধির প্রসার ঘটানো। এই উদ্যোগের মাধ্যমে অন্তরা এমন এক নতুন প্রজন্মের সহানুভূতিশীল ও দক্ষ পেশাজীবী তৈরি করতে চায়, যারা সমাজে ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য–সংক্রান্ত প্রয়োজন পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অন্তরার সভাপতি মি. কমল প্রকাশ বলেন,
“অন্তরায় আমরা সবসময় বিশ্বাস করেছি যে মানসিক স্বাস্থ্যসেবা হওয়া উচিত সহমর্মিতা, মর্যাদা ও বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে। অ্যাক্সিস–অন্তরা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস-এর সূচনা আমাদের সেই বিশ্বাসেরই পরিপূরক, যা তরুণ পেশাজীবীদের প্রয়োজনীয় জ্ঞান ও সহানুভূতির সমন্বয়ে গড়ে তুলতে সাহায্য করবে। আমরা যখন ‘মেন্টাল হেলথ উইক’ উদযাপন করছি, এই সহযোগিতা আমাদের সামগ্রিক সুস্থতা ও শিক্ষার প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করে।”

তারপর অনুষ্ঠানে শুরু হয় সপ্তাহব্যাপী নানা সচেতনতা কর্মসূচি, বিশেষজ্ঞদের বক্তব্য ও আলোচনা, যার মূল লক্ষ্য মানসিক সুস্থতা প্রচার এবং মানসিক স্বাস্থ্য–সংক্রান্ত কলঙ্ক ও ভ্রান্ত ধারণা দূর করা।