সোনারপুর উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বড় ধরনের ধসের আশঙ্কা, বিজেপি সংগঠন বাড়ছে
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ২৯শে মার্চ ২০২৪ : লোকসভা নির্বাচনের ঠিক আগেই সোনারপুর উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বড় ধরনের ভাঙন হতে চলছে বলে এক গোপন সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ আগামী ৫ই এপ্রিল বিজেপিতে যোগ দিতে চলেছে বলে সূত্রের খবর। তবে যে অংশ বিজেপিতে যোগ দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাতে এই নির্বাচনে কতটা প্রভাব পড়বে তা বলা যাচ্ছে না কিন্তু আগামী নির্বাচনগুলোতে যে প্রভাব পড়বে তা হলফ করে বলা যেতে পারে। এই লোকসভা নির্বাচনে কিছুটা প্রভাব পড়বে বলে তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা নেতা ও কর্মীরা মনে করছে। তাদের দাবি নেতৃত্বের বেশ কিছু ব্যবহারে তারা বেশ অসন্তুষ্ট এবং বিতশ্রদ্ধ। নেতৃত্বের বৈশম্য মনোভাব তাদের বাধ্য করেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। তারা এমনও দাবি করেছে তৃণমূল কংগ্রেসকে এই বিধানসভা থেকে জয়ের ব্যাপারে বেগ দেবে। তবে ঠিক কতজন নেতা ও কর্মী সেদিন বিজেপিতে যোগ দিচ্ছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। এর আগেও বিধায়ক ফিরদৌসী বেগমের খুব ঘনিষ্ট হয়েও রঞ্জন বৈদ্য বিজেপিতে যোগ দিয়েছিলেন, এমনকি সোনারপুর উত্তর বিধানসভায় বিজেপি প্রার্থীও হয়েছিলেন। সেই নির্বাচনে তেমন একটা সুবিধা করতে পারেন নি, কিন্তু সেদিন থেকে তৃণমূল কংগ্রেসকে ভাঙার কাজে জোর কদমে লেগে পড়েছিলেন। এই নির্বাচনে তার ফল পেতে চলেছেন। অন্যদিকে রাজ্যের বিরধী দলনেতা শুভেন্দু অধিকারী যতবার সোনারপুরে সভা করেছেন ততবারই বিধায়ক ও এই বিধানসভায় যিনি দক্ষতার সাথে তৃণমূল কংগ্রেস সংগঠনটা দেখছেন তাদের এক প্রকার ইডি ও সিবিআই-এর হুমকি দিয়ে গেছেন। একই ভাবে সন্দেশখালিতেও দেখা গেল শেখ শাহজাহানের বাজার দখল নিয়ে বিজেপি-র পতাকায় ভড়িয়ে দিয়েছে বিজেপি।