ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদি মুর্মু কলকাতা সফরে
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ১২ই জুলাই ২০২২ : ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এর রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী দ্রৌপদি মুর্মু শনিবার নিজের প্রচার সফর সারলেন কলকাতায়। এদিন তিনি রাজারহাটের এক নামকরা হোটেলে দলের ৬৯ জন বিধায়কের সাথে গোপন আলোচনা করেন। কিন্তু রাজ্য বিজেপি এই আলোচনায় ভাটপাড়া বিধানসভার বিজেপি বিধায়ক পবন সিং-কে ডাকে নি, কারণ হিসাবে তারা বলেছে পবন সিং হলেন সদ্য বিজেপি ছেড়ে তৃনমূলে যাওয়া অর্জুন সিং-এর পুত্র। বিজেপি রাজ্য নেতৃত্ব জানায় দলীয় কোন ব্যাপারে পবন সিং-কে আগে পরিষ্কার করতে হবে তিনি বিজেপি দলের সাথে আদৌ কি থাকতে চাইছেন নাকি বাবার রাস্তাতে হাটতে চাইছেন। তাই তাকে এই আলোচনার তালিকায় রাখা হয় নি।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের সব বিধায়কদের নির্দেশ দেন সকাল ৭.৩০টায় এম এল এ হোস্টেলে একত্র হতে, সেখান থেকে সকলকে একসাথে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপতি পদপ্রার্থী দলীয় প্রার্থীর সাথে আলোচনা করতে। এমনকি বিজেপির যে সব বিধায়ক কলকাতার বাইরে থাকেন তাদের শ্রক্রবার কলকাতায় চলে আসতে বলা হয়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টা আসনে জয়ী হলেও বর্তমানে তাদের বিধায়ক সংখ্যা ৭০। এরমধ্যে পবন সিং-কে তারা তালিকার বাইরে রেখেছেন এবং অশোক লাহিড়ী শারীরিক কারণে সভায় যোগ দিতে পারেন নি। বাকি ৭জন বিধায়ক বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিয়েছেন। তাই ৬৮ জনের তালিকা তৈরি করা হয়েছে। দ্রৌপদি মুর্মু বিধানসভায় বাকি বিধায়কদের সাথে দেখা করবেন বলে জানানো হলে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেব্যাপারে কিছু জানানো হয়নি। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথেও সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করলেও তা সম্ভব হয়নি কারণ মুখ্যমন্ত্রী এই মুহুর্তে দার্জিলিং সফরে। তবে এর আগে মমতা ব্যানার্জি জানিয়েছেন, বিজেপি যদি তাকে দ্রৌপদি মুর্মু-র কথা আগে বলতো তাহলে নিশ্চিতভাবে তিনি একবার হলেও বিবেচনা করতেন।
উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় দলীয় বিধায়কদের সাথে সভা শেষ করে তিনি স্বামী বিবেকানন্দের বাড়িতে আসেন, সম্মান জানান বিবেকানন্দের মুর্তিতে এবং মিশনের মহারাজের সাথে কথা বলেন। তাঁর সাথে ছিলেন রাজ্য সভাপতি সাংসদ ডাঃ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, সাংসদ দিলীপ ঘোষ সহ অনেকে। ছবি : অসীম পাল।