প্রথম পাতা

চালতা বাগান লোহাপট্টি দিয়ে পুজোর সূচনা করলেন মুখ্যমন্ত্রী, পুজোতেও সোনাপট্টির ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে থাকার বার্তা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৭শে সেপ্টেম্বর ২০১৯ : চালতা বাগানের পুজো এবছর ৭৭-এ পা দিল। বহুবছরের চালতা বাগানের লোহাপট্টির একটা স্বপ্ন ছিল তাদের এতবড় একটা পুজোর উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর ছোঁয়ায়। এবার সেই স্বপ্নকে সফল করতে উপস্থিত ছিলেন বহুপ্রতিক্ষিত বাংলার রূপকার মমতা ব্যানার্জি যিনি একমাত্র পেরেছেন বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং বিদেশে জনপ্রিয় করে তুলেছেন। কিন্তু প্রতিবছর মুখ্যমন্ত্রী লেক টাউনের শ্রীভুমি স্পর্টিং ক্লাবের উদ্বোধন করেন সবার আগে কিন্তু এবার সবটাই পরিবর্তন হয়েছে, এবার মুখ্যমন্ত্রী প্রথমে হাতিবাগানে পুজো উদ্বোধন করতে যান। যদিও গেছেন কিন্তু উদ্বোধন না করেই সকলের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা

দিলেন মমতা ব্যানার্জি।তিনি জানান, চালতা বাগানের নাম আমি অনেক শুনেছি, তবে কোনবারই আসা হয় নি। এছাড়াও তিনি বলেন, আজ পিতৃপক্ষ তাই কোন উদ্বোধন করবো না, আজ শুধু আপনাদের সাথে কথা বলতে আসা।তিনি সকলের উদ্দেশ্যে চন্ডীপাঠ করেন। যদিও তিনি প্যান্ডালে উঠেছেন কিন্তু মায়ের সামনে ফুল সমর্পন করেন এবং বাংলার মানুষের জন্য শুভকামনা প্রার্থনা করেন।তিনি প্রতিমা উন্মোচন করেন নি। এই কারণে তিনি প্রদীপ প্রজ্জ্বলন না করেই মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়ে আলাদা তৈরি করা মঞ্চ ছেড়ে চলে যান।যদিও মন্ডপের থেকে মঞ্চ একেবারই আলাদা ছিল। মুখ্যমন্ত্রী বলেন, কাল মহালয়া, কাল থেকে শুরু হচ্ছে মাতৃপক্ষ, কাল আমি প্রদীপ প্রজ্জ্বলন করবেন।মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে ছিল

বিষাদের সুর। তিনি জানান, আমি সোনাপট্টি দেখেছি, লোহাপট্টি দেখেছি, এরকম আরও ব্যবসায়িক হাব শুনেছি, তবে এখানকার প্রতিমা তৈরি হয়েছে পেতল দিয়ে।সনাপট্টি বলতে গিয়ে তিনি সদ্য মেট্রোরেলের কাজ করতে গিয়ে যে বাড়ি ভেঙে অসংখ্য মানুষ ও সোনা ব্যবসায়ীরা ঠিক পুজোর মুখে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাদের জন্য আমি আলাদা জায়গা করে দেওয়ার কথা বলেছি।মন্ডপের থেকে দূরে থাকা মঞ্চে তিনি প্রদীপ প্রজ্জ্বলন যদিও করতেই পারতেন তবে নিয়ম মেনেই তিনি করেন নি।

মঞ্চে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি সন্দীপ ভুতুরিয়া, সাংসদ সুদীপ ব্যানার্জি, বিধায়ক স্মিতা বক্সি, নয়না দাস, সাধন পান্ডে, পরেশ পাল, সঞ্জয় বক্সি, প্রিয়াল চৌধুরী, সন্দীপ বক্সি সহ স্থানীয় সব পৌর প্রতিনিধিরা।উদ্বোধন না করলেও তাঁর উপস্থিতি সকলকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করে তোলে।মঞ্চে সাংসদ সুদীপ ব্যানার্জি চালতাবাগান লোহাপট্টির এবারের পুজোর থীম সং-এর সূচনা করেন। ছবি : বিশ্বজিত সাহা। প্রচারে : রনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *