মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাধের স্বাস্থ্যসাথী কার্ড বাড়িতে গিয়ে ছবি তুলে অসুস্থ মহিলার হাতে দিলেন বারুইপুর পৌরসভার পৌরপিতা আশিস
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, বারুইপুর, ১০ই ফেব্রুয়ারি ২০২১ : ভারতে পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে প্রতিটা পরিবারের প্রতিটা সদস্যের চিকিৎসার জন্য তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ড হাতে পেয়ে বহু পরিবার চিন্তামুক্ত হয়েছে। সাম্প্রতিক রাজ্যে সরকারের উদ্যোগে সারা রাজ্যে দুয়ারে সরকার প্রকল্পে এই স্বাস্থ্যসাথী কার্ডের কাজ সম্পূর্ণ হয়েছে যেখানে ইতিমধ্যে ৭৬ লাখ ৪১ হাজার ৫৪ জন সুবিধা পেয়েছেন, খাদ্যসাথীতে সুবিধা পেয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ২৭৯ জন, জাতি শংসাপত্র পেয়েছেন ১৭ লাখ ৩৯ হাজার ৬২১ জন, ১০০ দিনের কাজের সুবিধা পেয়েছেন ১১ লাখ ৫৭ হাজার ২২৫ জন, জয় জোহারে ৬ হাজার ৬১৯, তপশিলীবন্ধু ৩৩ হাজার ১৬৮, ঐক্যশ্রী ২ লাখ ৩৮ হাজার ৭৯৬, শিক্ষাশ্রী ২৬ হাজার ৩৬৫, কন্যাশ্রী পেয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭১ জন, রূপশ্রী পেয়েছেন ৭৭ হাজার ২১৪ জন, কৃষকবন্ধু ৯ লাখ ২৭ হাজার ৫৪৩ জন এবং মানবিক প্রকল্পে পেয়েছেন ৪১, ৫২৭ জন সবশেষে এই সবের যোগফল হল ২ কোটি ৬২ লাখ ২৩ হাজার ৭৫৩ জন।
কিন্তু এই কর্মসূচি চলা অবস্থায় মুখ্যমন্ত্রী জরুরি ভিত্তিতে অনেককে স্বাস্থসাথী কার্ড করে দিয়েছেন যারা সেই কার্ডের সুবিধা পেয়েছে। আর এই উদ্যোগকে সামনে রেখে বারুইপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা আশিস দেব রায় নিজে উদ্যোগ নিয়ে কোন অতিরিক্ত খরচ ছাড়াই শয্যাসায়ী বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়িতে স্বাস্থ্যসাথীর ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়ার জন্য কর্মরত কর্মীদের নিয়ে গিয়ে হাতে হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিয়েছেন। এই মানুষগুলো এরপর কাকে আশির্বাদ করতে চাইবে, নিজেরাই উত্তরের খোঁজ করুন। সিদ্ধান্ত আপনাদের, রায়ও আপনাদের।