সোনারপুরের খেয়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান করোনা সচেতনতায় গোটা গ্রামে প্রচার করলেন
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৪শে মার্চ ২০২০ : করোনা নিয়ে বেশ আতঙ্কে দিন কাটাচ্ছে শহর কলকাতা আর তার লাগোয়া সোনারপুরে ইতিমধ্যে সেই আতঙ্ক পৌঁছে গেছে। ইতিমধ্যে সব এলাকায় বিদেশ থেকে আতঙ্কের জেরে অনেকেই নিজের পরিবারের কাছে চলে এসেছেন।আর এলেকার মানুষ তা জানতে পেরেই আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে সুরক্ষিত রাখতে গোটা রাজ্যে লকডাউন করে দিয়েছেন।গোটা রাজ্যে করোনার থাবা রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে নির্দেশ দিয়েছেন করোনা আক্রান্ত বা সন্দেহ নিয়ে কোন রোগী এলে তাঁর চিকিৎসা করার জন্য। এছাড়া রাজারহাট, বেলেঘাটা আই ডি ও মেডিক্যাল কলেজে বিশেষ চিকিৎসার ব্যবস্থা থাকবে।মানুষকে আতঙ্ক থেকে মুক্তি দিতে মুখ্যমন্ত্রী রাজ্যের সব রেশনভুক্ত গ্রাহকদের জন্য বিনা পয়সায় চাল, ডাল ও গম দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

দক্ষিণ ২৪ পরগণা জেলায় সোনারপুর পুরো লকডাউনের আওতায় রাখারও নির্দেশ নিয়েছে রাজ্য সরকার।খেয়াদহ গ্রাম পঞ্চায়েত যদিও পঞ্চায়েত এলাকা কিন্তু তা একেবারে শহর সংলগ্ন। এখান থেকে রুবি হাসপাতাল খুব একটা দুরত্ব নয়। এছাড়া এই গ্রাম পঞ্চায়েতে বহু দরিদ্র পরিবার বাস করে যার অধিকাংশ মৎস্যজীবি ও ছাটখাটো ব্যবসার উপর নির্ভরশীল।তাদের সচেতনতা খুবই প্রয়োজন।তাই সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত সোনারপুর পঞ্চায়েত সমিতির খেয়াদহ ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান গোঁরাচাঁদ নস্কর গোটা গ্রামে অটো নিয়ে করোনা সচেতনতার প্রচার করলেন।