করোনা প্রতিরোধে সরকারি স্বাস্থ্য বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক দুরত্ব ছাড়াই চলছে সোনারপুর বাজারে লোক সমাগম
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১১ই এপ্রিল ২০২০ : সরকারের পক্ষ থেকে বারবার করে নির্দেশিকায় বলা হচ্ছে করোনা মহামারী থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। একে অপরের কাছে যেন কেউ না আসে। কমপক্ষে ৩ ফুট বা ১ মিটার দুরত্ব বজায় রাখতে হবে। এর প্রধান কারণ কার মধে এই রোগ সংক্রামিত হয়েছে তা কারও জানা নেই।কারও যদি সর্দি বা কাশি থাকে তবে তাঁর মুখ থেকে থুতুর ড্রপলেট কমপক্ষে ১ মিটার পর্যন্ত যেতে পারে। তাই এই দুরত্ব বজায় রাখা খুবই আবশ্যক।
কিন্তু কে শুনছে কার কথা। মুখ্যমন্ত্রী বারবার করে সতর্কতা অবলম্বনের আর্জি জানাচ্ছন। অনুরোধ জানাচ্ছেন গোটা রাজ্যবাসীকে। এছাড়া স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা সকলেই মানুষকে সচেতন করে চলেছেন।সরকার সবজি বাজার সাধারণের জন্য খুলে দিয়েছে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত। এদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভায় রাজপুর সোনারপুর পৌরসভা অন্তর্গত সোনারপুর বাজারে ভোর পাঁচটা থেকে কেনেকাটির জন্য মানুষের ভিড় জমছে।কিন্তু কেউ মানতে নারাজ এই সামাজিক দুরত্ব। মানুষ সব সতর্কতাকে এতটাই অবহেলা করছে যে প্রশাসন বেশ চিন্তিত হয়ে পড়ছে। পুলিশ মাঝেমধ্যেই কোন জায়গায় একাধিক মানুষকে এক জায়গায় দেখলে ছত্রভঙ্গ করতে বাধ্য হচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন চলে গেলেই আবার যেই কে সেই।যতই সতর্ক করা হোক মানুষ নির্বিকার।মানুষ নিজের থেকে যদি সচেতন না হয় তবে এই ভাইরাস সংক্রামণ রোখা দায়।