বারুইপুরের সোনার দোকানে ডাকাতির চেষ্টা একদল ডাকাতের
অমিয় দে, এবিপিতকমা, বারুইপুর, ২৭শে ফেব্রুয়ারি ২০২০ : নিরাপত্তা রক্ষীকে আগ্নে়াস্ত্র মাথায় ঠেকিয়ে ডাকাতির চেষ্টা।খুব কাছে পুলিশ ফাঁড়ি থাকার সত্ত্বেও কি ভাবে এই ঘটনা,নিরাপত্তায় হীনতায় ব্যবসায়ী মহল। ঘটনাটি ঘটেছে বারাইপুর থানার অন্তর্গত চাম্পাহাটি এলাকায়, তাদের অভিযোগ বুধবার গভীর রাতে একদল ডাকাত হঠাৎই সোনার দোকানের নিরাপত্তারক্ষীর উপর চড়াও হয়, এরপর তাকে মুখ চেপে অন্যত্র নিয়ে গিয়ে মুখের ভিতরে বন্দুকের নল ঢুকিয়ে তাকে হুমকি দিতে থাকে যদি নড়াচড়া করে তাহলে মেরে ফেলা হবে। অন্যদিকে দোকান মালিকের অভিযোগ ওই ডাকাতদলেরা এই সোনার দোকানের সবগুলো তালাই সাবল দিয়ে ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে, তবে সকলেই মুখ বাধা অবস্থায় ছিল বলে জানায় অভিযোগকারী। দোকানে সিসিটিভিতে একজনের মুখ দেখা গেলেও বাকি কজনের মুখ দেখা যায়নি। কাছেই পুলিশ ফাঁড়ির পুলিশ টহলদারি দিয়ে যাওয়া সত্বেও এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে কিভাবে একদল ডাকাত কি করে ডাকাতির চেষ্টা, প্রশ্ন সকলের? তবে কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড় এলাকায় এরকমই নিরাপত্তারক্ষীকে বেঁধে ডাকাতি হয় গত সোমবার। খুব কাছেই পুলিশ ফাঁড়ি হওয়া সত্ত্বেও কিভাবে ধরনের দুঃসাহসিক ডাকাতি চেষ্টা, আতঙ্কে ভুগছেন সমস্ত ব্যবসায়ী মহল থেকে সাধারণ মানুষ।