ছোটদের কথা ভেবেই পুজোয় অভিনেতা ও সাংসদ দেব সিদ্ধান্ত নিল
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২৮শে সেপ্টেম্বর ২০২১ : দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রথমে ঠিক ছিল যে, এই সিনেমা হলে রিলিজ করা হবে। সেই মতো প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু করোনার দাপট সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে দেয়। দেব প্রযোজিত নতুন ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী সিনেমার মূল টার্গেট অডিয়েন্স হল কচিকাঁচারা। এবার তৃতীয় তরঙ্গে এই কচিকাঁচাদের সংক্রমণের আশঙ্কা বেশি বলে সেই ছোটদের কথা ভেবে এই ছবি মুক্তি পাচ্ছে ১০ই অক্টোবর টেলিভিশনে। সিনেমাটি মুক্তি পাচ্ছে স্টার নেটওয়ার্কে। স্টার জলসা মুভিজ-এ মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। পরে এই সিনেমা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেও। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় অভিনীত এই ছবি।
অভিনেতা ও প্রযোজক দেব অধিকারী সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে জানান আগে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের প্রযোজনায় চ্যাম্প, ককপিট, পাসওয়ার্ড-এর মত ছবি তৈরি করেছে কিন্তু রূপকথার গল্প নিয়ে এরকম ছবি হয় নি। একজন যতার্থ রানী চরিত্রে অর্পিতা-দি থেকে অন্য কেউ পছন্দের হতে পারে না। আর শুভাশিস-দা একজন এরকম মন্ত্রীর চরিত্রে, বাংলা ইন্ডাস্ট্রি কাজে লাগাতে পারে নি বলে মনে হয়। ছবির মুখ্য ভুমিকায় আছেন অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি, তিনি এদিন বলেন একজন যথাযথ প্রযোজকের মত ভুমিকা পালন করেছে দেব। প্রযোজকের ভুমিকা এমনই হওয়া প্রয়োজন। দেব এই ছবিতে সব কিছুর উপর নজর রেখেছিল। দেব শুধু ছবির বানিজ্যের দিকটা দেখে নি, নিজের অন্তর থেকে ছবিটা প্রযোজনা করেছে। আমি গল্পটা পড়ার পর দেবের অফিসে গিয়ে আমি আর্জি জানিয়েছিলাম এই ছবিতে আমি অভিনয় করবই। দেব বলেছিল তাই তো করবে, আমি বলেছিলাম বহু ছবিতে অনেক কিছু বদলায় কিন্তু যাই হয়ে যাক আমি এই চরিত্রে অভিনয় করবো যা আমি সচরাচর করি না। এই ছবির শুটিং হয়েছিল রামোজি ফিল্ম সিটিতে যেই সেটে বাহুবলি ছবির শুটিং হয়েছিল। এক অপূর্ব অনুভূতি ছিল সেটা। গায়ে রানীর গয়না খুব ভারি ছিল, অতক্ষন গায়ে রাখতে বেশ কষ্ট হয়েছে, কখনও ছড়ে গেছে কিন্তু ছবির জন্য দিনের পর দিন যন্ত্রণা সহ্য করতে হয়েছে।
অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রযোজক দেব স্বয়ং, এক সুরে সকলেই জানিয়েছেন যে, লকডাউনের মধ্যে দীর্ঘদিন গৃহবন্দি শিশুরা। স্কুল নেই খেলাধুলো নেই, বিনোদন নেই তাই তাদের কথা ভেবেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের উদ্যোগে ছোট থেকে বড়, উৎসবের মরসুমে এই ছবিটা এবার হবে পুজোর উপহার কিন্তু করোনাকে দূরে রেখে ঘরে বসেই আমেজে ছবির আনন্দ নিতে পারবে সকলে।