প্রথম পাতা

করোনা বৃদ্ধির কারণে ১৪ ও ১৫ তারিখে সান্ধ্যবাজার, কিশান মজদুর বাজার সহ অন্যান্য বাজার জীবানুমুক্ত করতে বন্ধ থাকবে, জেনে নিন

অম্বর ভট্টাচার্য, সোনারপুর, ১৩ই সেপ্টেম্বর ২০২১ : রাজ্য সরকার ইতিমধ্যে করোনা তৃতীয় তরঙ্গের মকাবিলা করতে ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে। সোনারপুর উত্তর বিধানসভায় করোনার প্রভাব কিছুটা বৃদ্ধি পেতেই প্রশাসনিক স্তরে তৎপরতা নেওয়া শুরু হয়ে গেছে। নরেন্দ্রপুর থানা সূত্রে জানা গেছে আগামী ১৪ই সেপ্টেম্বর গড়িয়ায় হাট, গড়িয়া স্টেশন সান্ধ্যবাজার, কালিবাজার ও নরেন্দ্রপুর বাজার করোনা জীবানুমুক্ত করতে বন্ধ রাখা হবে। আগামী ১৫ই সেপ্টেম্বর গড়িয়া স্টেশন কিশান মজদুর বাজার, কামালগাজী বাজার জীবানুমুক্ত করার জন্য বন্ধ থাকবে। একই সাথে বাজার সংলগ্ন যে সব দোকান আছে তাদেরও বন্ধ রাখতে হবে এমনকি সকালে মাছের পাইকারিও বন্ধ রাখতে হতে পারে, বাকি এলাকার দোকান সব স্বাভাবিকভাবে খোলা থাকবে বলে জানা যায়।

মানুষকে প্রশাসন ও জনপ্রতিনিধি অসংখ্যবার সাবধান ও সতর্ক করার পরেও বহু মানুষ এখনো গুরুত্ব দিতে নারাজ। অন্যদিকে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা যাচ্ছে আর তাই রাজ্য প্রশাসনও আতঙ্কে আছে। তাই মৃত্যুর সংখ্যা যাতে না বৃদ্ধি পায় সেই কারণেই এই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে প্রশাসন। এর আগের দুটো তরঙ্গে সোনারপুর উত্তর বিধানসভার বিভিন্ন বাজার নিজে উদ্যোগ নিয়ে রাজপুর সোনারপুর পৌরসভার তৎকালীন প্রশাসকমন্ডলীর অন্যতম সদস্য নজ্রুল আলি মন্ডল জীবানুমুক্ত করার দায়িত্ব তলে নিয়েছিলেন। সেই সময় গড়িয়ার ৪ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তথা তৎকালীন প্রশাসকমন্ডলীর সদস্য বিভাস মুখার্জি কোন দায়িত্ব নেন নি গড়িয়া স্টেশনের বাজারগুলো জীবানুমুক্ত করার ব্যাপারে। অন্যদিকে তিনি আবার গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে। কোন বিকার ছিল না এলাকা জীবানুমুক্ত করার ব্যাপারে। সেই নজ্রুল আলি মণ্ডলকে উপস্থিত হয়ে সেই কাজ করতে হয়েছে। এবার নরেন্দ্রপুর থানা উদ্যোগী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *