বিদায়ী পৌরমাতা পাপিয়া-র উদ্যোগে বিধায়ক ফিরদৌসী ও নজরুলের উপস্থিতিতে গড়িয়ায় প্রথম অক্সিজেন পার্লারের উদ্বোধন
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২০শে মে ২০২১ : বর্তমানে করোনা পরিস্থিতি যে জায়গায় পৌছাচ্ছে তাতে আতঙ্ক ছড়াচ্ছে সাথে সকলের চোখ কপালে উঠছে। ঠিক এই সময় গোটা গড়িয়া স্টেশন এলাকায় এই প্রথম গড়িয়া পূর্ব বালিয়া সর্বজনীন পুজা কমিটির উদ্যোগে,নফর চন্দ্র বালিকা বিদ্যালয়ে শুরু হলো OXYGEN SUPPORT UNIT। স্থানীয় বিদায়ী পৌরমাতা পাপিয়া হালদারের উদ্যোগে এবং স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগমের সহযোগিতায় পূর্ব বালিয়া সর্বজনীন পুজা কমিটি ও বালিয়া নফর চন্দ্র বালিকা বিদ্যালয়ের যৌথ সহযোগিতায় ৪ বেডের অক্সিজেন সাপোর্ট কেন্দ্র করা হল। সাম্প্রতিক বিদায়ী পৌরমাতা পাপিয়া হালদারের উপস্থিতিতে এই কেন্দ্র উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম ও সোনারপুর উত্তরের মুখ্য সংগঠক নজরুল আলি মন্ডল।
এইদিন স্কুল ও পুজো কমিটির উদ্যোগে ওয়ার্ডের করোনা মোকাবিলার জন্য বিধায়কের হাতে ২০ হাজার তুলে দেওয়া হয় এবং ৩০ হাজার পৌরমাতার হাতে তুলে দেওয়া হয়। ওয়ার্ডের কোন করোনা রোগীর নিঃশ্বাসের কষ্ট হলে এখানে এসে সাময়িক অক্সিজেন নিয়ে সুস্থ বোধ করলে বাড়ি ফিরে যেতে পারেন। এই কেন্দ্রে উপস্থিত থাকবেন ডাঃ দেবাশিস চৌধুরী ও ডাঃ রূদ্র ভট্টাচার্য। কোন করোনা রোগীর অস্বস্তি বাড়লে উপস্থিত দুই চিকিৎসক কোন হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করে দেবেন বলে জানানো হয়।রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দার সুবিধার জন্য কিছু নম্বর দেওয়া হয়েছে যোগাযোগ : 7003827453; 8697182375; 9123707886; 9007077671; 7595890432; 7003580679; 9330867492 ;7980314337; 9830257406