টিম সোহম ও হাসিখুশি ক্লাব এর পরিচালনায় অসহায় ও পিছিয়ে পরা মানুষদের বিনামূল্যে “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব”
রাজীব মুখার্জি, তকমা, কলকাতা, ২৫শে জুলাই ২০২১ : আজ বরানগর টবিনরোড ঘোড়ার আস্তাবল এর সন্নিকটে টিম সোহম ও হাসিখুশি ক্লাব এর পরিচালনায় হয়ে গেলো অসহায় ও সামাজিক ভাবে পিছিয়ে পরা মানুষদের নিয়ে বিনামূল্যে “অন্য ইলিশ ও চিংড়ি উৎসব। অন্যান্য ইলিশ উৎসবের থেকে এই ইলিশ চিংড়ি উৎসব অনেকাংশে আলাদা।এই অন্য ইলিশ ও চিংড়ি উৎসবে অসহায় ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া একাধিক মানুষ, পথ শিশু, অন্ধ নিঃসহায় মানুষ, ও মানসিক ভাবে ভারসাম্যহীন মানুষদের বিনামূল্যে ইলিশ ও চিংড়ির নানান পদ খাওয়ানো হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শ্রী তাপস রায়, মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, মুখ্য প্রশাসক বরানগর পৌরসভা শ্রীমতি অপর্ণা মৌলিক, কো অডিনেটর অঞ্জন পাল, দিলীপ নারায়ণ বসু ও অভিনেতা রাজ্যে সহ সভাপতি তৃণমূল যুব কংগ্রেস এর শ্রী সোহম চক্রবর্তী নিজে। এই রকম অন্য ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারে সবাই খুব খুশি ও হয়েছেন এবং এই ধরনের অনুষ্ঠানে আবার আসার কথা জানিয়েছেন।