প্রথম পাতা

অসহায় মানুষের পাশাপাশি শিশুদের পাশেও মমতাময়ী বিধায়ক ফিরদৌসী

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৩রা মে ২০২০ : গোটা সোনারপুর উত্তর বিধানসভায় বিধায়ক ফিরদৌসী বেগম এই করোনা দুর্জোগে সকলের পাশে যেভাবে সমব্যাথী হয়েছেন তা সত্যিই নজির। ২০শে মার্চ থেকে বিধায়ক সোনারপুর উৎসব কমিটির সহযোগিতায় প্রতিদিন নগরলক্ষী প্রকল্পের মাধ্যমে বিধানসভার অসহায়, দুঃস্থ ও ভবঘুরে মানুষকে রান্না করা খাবার বাড়িতে পৌঁছে দিয়েছেন তা শুধুমাত্র তাঁর দায়িত্বের পরিচয় দেয় নি, তাঁর মধ্যে থাকা মমতাময়ী মানসিকতার পরিচয় দিয়েছে। তিনি শুধু সাধারণ মানুষ নয়, আজ নরেন্দ্রপুর গ্রীনপার্ক যুবক বৃন্দের পরিচালনায় স্থানীয় ১০০ টি শিশুর হাতে দুধের প্যাকেট ও বিস্কুট তুলে দেন।গ্রীনপার্ক স্কুলের প্রধান শিক্ষক সৌমিত্র করের উদ্যোগে ও বিশ্বজিত দাস (নন্দ), রবীন কর, সুবীর পাল, দিলীপ হালদার, অতনু ভট্টাচার্য, বাদল দে-র

সহযোগিতায় আজ এই কর্মসূচী গ্রহণ করে। সোনারপুর উত্তর এই করোনা মোকাবিলার সময় বুঝিয়ে দিল তাঁরা শুধু অসহায় মানুষের পাশেই নয়, শিশুদের জন্যও তাঁরা চিন্তিত। সকলে বিধানসভার বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রী অথবা রান্না করা খাবার দিচ্ছে, আজ গ্রীনপার্ক যুবক বৃন্দ শিশুদের জন্য সহজগিতার হাত বাড়িয়ে দিল।ফিরদৌসী বগম এই করোনার সময় নিজেদের ধর্মীয় আচার মেনে রোজার মধ্যেও নিজে এই অসহায় শিশু ও মানুষের জন্য কতটা ব্যাথিত তা ফের একবার বুঝিয়ে দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *