শারদীয়া পুজোর আগেই করোনা রুখতে প্রথম ডোজ বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ১৩ই সেপ্টেম্বর ২০২১। : আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তারপরেই বাঙালির সেই সেরা শারদীয়া উৎসব। কিন্তু গতবার করোনার ভীষণ প্রকোপের জেরে সকলের পুজো মাটি হয়ে গিয়েছিল। সরকারি বিধি নিষেধের সাথে সকলের মধ্যে একটা ভীতি কাজ করেছিল। কাজেই আনন্দ সব মাটি হয়ে যায়। ঘরে বসেই সকলকে কাটাতে হয়েছে শারদীয়া উৎসব। কিন্তু এবছর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ঠিকই কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না। রাজ্য সরকারের তৎপরতায় করোনা টিকাকরণ অনেকটা হলেও থেকে যাচ্ছে তৃতীয় তরঙ্গের আশঙ্কা। কিন্তু তার মধ্যেও এবার পুজোর আয়োজন শুরু হয়ে গেছে গতবারের থেকে অনেকটা বেশি।
এবার তাই রাজ্য সরকার রাজ্যের সব পুজো উদ্যোক্তাদের এক নির্দেশিকা জারি করেছে যাতে সংক্রমণের আশঙ্কা কম থাকে। পুজোর সাথে জড়িত সকলকে পুজোর আগে কম করে করোনার প্রথম ডোজ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এব্যাপারে সরকার একটা তালিকা প্রকাশ করেছে যাদের এই প্রথম ডোজ বাধ্যতামূলক, তারা হলেন প্যান্ডেল কর্মী, ঢাকি, পূজারী, আয়োজক, প্রতিমা নির্মাতা, ক্লাব স্বেচ্ছাসেবক, ড্রাইভার, খালিসি, সামগ্রী সরবরাহকারী বিক্রেতারা, প্যান্ডেলের কাছাকাছি স্থানীয় বাসিন্দারা ইত্যাদি। এই ব্যাপারে আগামীকাল সোনারপুর উত্তর বিধানসভায় জয়হিন্দ অডিটোরিয়ামে বেলা ১২টায় পুজো অনুমতি ও নিয়ম বিধি নিয়ে আলোচনা করা হবে।