প্রথম পাতা

ইডেনে টানটান উত্তেজনার মধ্যে আইপিএলে ৭ উইকেটে গুজরাট জয়ী

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২৫শে মে ২০২২ : দুবছর পর এই প্রথম ইডেনে আবার সেই কলোরব শোনা গেল। রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স-এর ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ছিল বেশ চড়া। প্রথমে টসে জিতে গুজরাট টাইটান্স ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়। রাজস্থান রয়্যালস-এর হয়ে ওপেনিং করে জশস্বী যশওয়াল ও জশ বাটলার।

মাত্র ১১রানে প্রথম উইকেট খোয়ায় রাজস্থান। এরপর বাটলারের সাথে যোগ দেয় সঞ্জু স্যামসন। একদিকে যখন বাটলার ধরে তখন ১০ ওভারের মাথায় দ্বিতীয় উইকেট হারায় রাজস্থান (স্যামসন) রান তখন ১১৬। ২৬বলে ৪৭ রান (৫টা চার ও ৩টে ছয়) করে স্যামসন। এবার বাটলারের সময় ধীরে ধীরে নিজেকে মেলে ধরলেন ইডেনের দর্শকদের সামনে। ২০ ওভার প্রায় শেষ হয়, ঠিক সেই সময় বাটলার রান আউট হয় ৫৬ বলে ৮৯ রান করে। দলের রান তখন ১৮৫। খেলা কিন্তু তখনও শেষ হয় নি, শেষ বল নো বল হয়, এরপর ফ্রি হিট পায় রাজস্থান। রাজস্থান ইনিংস শেষ করে ৬ উইকেটে ১৮৮ রান। শামি ৪৩ রানে ১ উইকেট, যশ দয়াল ৪৬ রানে ১ উইকেট, শাই কিশোর ৪৩ রানে ১ উইকেট ও হার্দিক ১৪ রানে ১ উইকেট নেয়। কোন উইকেট জসেফ ও রাশিদ খান। কিন্তু রাশিদ খান যথেষ্ট ভাল বল করে। ৪ ওভারে রান দেয় মাত্র ১৫।

১৮৯ রান টার্গেট নিয়ে গুজরাট মাঠে নামে। প্রথম ওভারেই ফিরে যায় ঋদ্ধিমান। দল তখন কোন রান করে নি। এরপর গিল ও ম্যাথইউ ৩৫ রান করে ফিরে যায়। কিন্তু হার্দিক ২৭ বলে ৪০ রান ও ডেভিড মিলার ৩৮ বলে ৬৮ দলকে জয় এনে দেয়। ৭ উইকেটে জয়ী হয় গুজরাট।

রাজস্থানের পক্ষে বাটলার ও স্যামসনের পার্টনারশিপে রান হয় ৪৭ বলে ৬৮ রান এবং বাটলার ও হেথমেয়রের পার্টনারশিপে রান হয় ২৬ বলে ৪৫ রান। গুজরাটের পক্ষে ম্যাথইউ ও গিলের পার্টনারশিপে রান হয় ৪৪ বলে ৭২ এবং মিলার ও হার্দিকের পার্টনারশিপে রান হয় ৬১ বলে ১০৬ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *