হিন্দু ও মুসলমান মিলিত প্রচেষ্টায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে মা পেটকাটি পুজো উদ্বোধনে মন্ত্রী জাকির
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, মুর্শিদাবাদ, ২৪শে অক্টোবর ২০২০ : দুর্গা পুজো যে শুধু বাঙালি হিন্দুদের নয়, এই পুজো সার্বজনীন, যে কেউ এই পুজোয় সামিল হতে পারে তা ফের একবার বুঝিয়ে দিল সাহেব গদাইপুর মা পেটকাটি পুজো। দীর্ঘদিন ধরে এই দুই ধর্মীয় মানুষের মিলিত প্রয়াসে ও প্রচেষ্টায় এই পুজো হয়ে আসছে।কথিত আছে রঘুনাথগঞ্জের “সাহেব গদাইপুর মা পেটকাটি” খুবই জাগ্রত। মহাসপ্তমীর লগ্নে জঙ্গিপুর বিধানসভা নয়নের মনি পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় জাকির হোসেন সাহেব গদাইপুর মা পেটকাটি পুজো উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন মন্ত্রী জাকির হোসেনের দুই প্রতিনিধি অরিজিৎ পান্ডে এবং ইয়াকুব আলী মুর্শিদাবাদ জেলার মুখপাত্র ও রঘুনাথগঞ্জ ব্লক ১ সভাপতি গৌতম ঘোষ মহাশয় ও বিশিষ্ট সমাজসেবী নবাব হোসেন কানুপুর অঞ্চল সভাপতি বিদ্যুৎ কুমার সরকার কানুপুর অঞ্চল প্রধান খায়রুল ইসলাম সুখেন হালদার ও জঙ্গিপুর পৌরসভার পশ্চিম পাড়ের টিএমসিপি সভানেত্রী দীপশিখা রায় এছাড়া আরো অনেকে।
এই পুজো দেখলে একটা কথাই মনে পড়ে যে কারা সাম্প্রদায়িকতাকে এই রাজ্যে উষ্কানি দিচ্ছে আর কারা বলছে যে তাঁরা ধর্ম নিরপেক্ষ। অনেকে মমতা ব্যানার্জিকে বলেন যে তিনি মুসলমানদের তোষণ করে চলেন কিন্তু আজ এই পুজো সেই ধারণাকে ভুল প্রমাণিত করার জন্য যথেষ্ট। একই সাথে পঞ্চবটি গ্রামে আয়োজিত দুর্গা পুজোর শুভ সূচনা করলেন রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী ও স্থানীয় বিধায়ক জাকির হোসেন, উপস্থিত ছিলেন অরিজিত পান্ডে, ইয়াকুব আলি, মুর্শিদাবাদ জেলার তৃণমূলের মুখপত্র ও রঘুনাথগঞ্জে ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ, রঘুনাথগঞ্জ ১ নং ব্লকের শিক্ষা কর্মাধক্ষ্য ও তপশিলি নেতা সুখেন হালদার, জঙ্গিপুর পৌরসভার তৃণমূল সভানেত্রী দীপশিখা রায়, রঞ্জিত হালদার, প্রভাস হালদার সহ অনেকে।