প্রথম পাতা

অর্জুনপুরে আমরা সবাই ক্লাবে মুসলিম মহিলারা কোরআন ও হিন্দু মহিলারা লাল পাড় শাড়ি পড়ে গীতা হাতে নিয়ে বিশ্বজনীন শারদ উৎসবের সূচনা করল

আসীম পাল, তকমা নিউজ, কলকাতা, ১৯শে জুন ২০২২ : পয়গম্বর বিতর্ক নিয়ে দেশ উত্তাল। বাংলাতেও তার আঁচ।  ভারতের বাইরের দেশেও প্রভাব পড়েছে। বিশ্বজনীন পুজো। তাই এই বাংলা বিশ্বকে সম্প্রীতির বার্তা দিচ্ছে। বাংলার সংস্কৃতি আসল ভারতবর্ষের সংস্কৃতিকে মনে করানোর জন্য অভিনব ভাবে শারদ উৎসবের সূচনা করছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব।

হিজাব পড়ে মুসলিম মহিলারা কোরআন হাতে হিন্দু মহিলারা লাল পাড় শাড়ি পড়ে গীতা হাতে নিয়ে বিশ্বজনীন শারদ উৎসবের সূচনা ঘোষণা করবেন। ভালো বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সুন্দর পৃথিবীর স্বপ্ন সত্যি করার জন্য আপনার সহযোগিতা প্রার্থনা করছে অর্জুনপুর আমরা সবাই। ছবিঃ আসীম পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *