কুমোরটুলি থেকে এবার গাড়িতে দূর্গা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২২শে অক্টোবর ২০২০ : এই প্রথম দূর্গা পুজো যদিও মহালয় থেকে এক মাস পিছিয়ে গেছে।এর সাথে করোনার থাবা পুজোকে একেবারে ঝিমিয়ে দিয়েছে বলে মনে করছে অনেকে। কিন্তু বাস্তব চিত্রটা তা বলছে না। রাস্তায় শত শত মানুষ নেমে পড়েছে প্রতিমা দর্শনে। যতই আদালত নির্দেশ দিক তা তোয়াক্কা না করেই আবেগ প্রতিমার দিকেই টেনে নিয়ে যাচ্ছে মানুষকে। এটাই বাঙালি, যাকে বলে আবেগপ্রবণ বাঙালি।কুমোরটুলির মৃৎশিল্পীরাও প্রথমদিকে ঝিমিয়ে পড়েছিল কিন্তু পুজো যত এগোতে লাগলো ততই তারাই কিছুটা চাঙ্গা হয়ে উঠতে শুরু করল।
বড় বাজেট না হলেও ছোট করেও এবার পুজো হচ্ছে বিভিন্ন ঘরোয়া পুজো। কুমোরটুলি থেকে আগে ম্যাটাডোর বা লরি করে প্রতিমা আনতে যেত কিন্তু এবার তা জায়গা করে নিয়েছে নিজস্ব গাড়িতে। ছবি : চুনি পাল।