নিয়ম লঙ্ঘনের কারণে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার জরিমানা করল আই এফ এ
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ২৯শে অক্টোবর ২০২৪ : প্রিমিয়ার ডিভিশন এ ইমামী ইস্টবেঙ্গল এফ সির বিরুদ্ধে ম্যাচে ভূমিপুত্র সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের কারণে মহামেডান স্পোর্টিং ক্লাব কে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো। সোমবার গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচের কোনও পয়েন্ট কাটা হয়নি মহামেডান স্পোর্টিং এর।
এদিনের সভায় উপস্থিত গভর্নিং বডির সদস্য ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধি দীপঙ্কর চক্রবর্তী জানান, ওই ম্যাচের পয়েন্ট ইস্টবেঙ্গল নিতে রাজি নয়। এর আগে ডিসিপ্লিনারি কমিটি মহামেডান স্পোর্টিং এর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানানোয় বিষয়টি তে সিদ্ধান্ত নেওয়ার জন্য গভর্নিং বডির কাছে পাঠানো হয়। সেই প্রেক্ষিতে এদিনের গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও এদিনের সভায় স্থির হয় আগামী দিনে আইএফএ নির্ধারিত ক্রীড়া সূচীর দিন পরিবর্তনের জন্য কোনও ক্লাবের কোনও রকম আবেদন গৃহীত হবেনা। এছাড়াও ইউরো ফুটবল অ্যাকাডেমির আক্রেডিশনের আবেদন মঞ্জুর করা হয়।
এছাড়া এদিনের সভায় গভর্নিং বডির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, দিলীপ নারায়ণ সাহা, সহ সচিব মহমাদ জামাল, সুদেষ্ণা মুখার্জী ও এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।