সাংসদ মিমির নির্দেশে রাজপুর সোনারপুরে ইফতারের খাদ্য সামগ্রী তুলে দিলেন আপ্ত সহায়ক অনির্বাণ
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৫শে মে ২০২০ : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মাননীয়া সাংসদ মিমি চক্রবর্তীর নির্দেশে ও ওনার আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্যী মহাশয়ের সহযোগিতায় রাজপুর সোনারপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের এম. এন. রায় রোডে রাজপুর ঈদ মিলন কমিটির পক্ষ থেকে ২০০ জন পরিবারের হাতে ইফতার ও নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো কমিটির কনভেনার মুন্না জাকির মন্ডলের তত্ত্বাবধানে । এই উক্ত অনুষ্ঠানে একটি বিশেষতঃ লক্ষ করা যায় যা একেবারে অভিনব। মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত সকলেই একত্রিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সম্প্রতির বার্তা দেন যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।আরো একটি চমকপ্রদ ঘটনা হল ঈদ কমিটির সভাপতি অমিত ভট্টাচার্য যিনি একজন পুরোহিত সন্তান ।নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদিকা মধুমিতা মন্ডল রায়, ভাঙড়ের বিশিষ্ট সমাজসেবী অহিদালী সেখ রাজপুর ঈদ মিলন কমিটির সাধারণ সম্পাদক শাফিক সেখ, রাজপুর ঈদ মিলন কমিটির সদস্য ইফতার সম্পাদক শাহরুখ কয়াল , এলাকার সমস্ত অধিবাসীগণ এবং সাংসদ প্রতিনিধি দলের সবাই । এই প্রয়োজনীয় সামগ্রী পেয়ে মানুষজন সাংসদকে ধন্যবাদ জানায়। সাংসদও আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।