প্রথম পাতা

করোনা দর্যোগে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন ১০০ বছরে তিনি সেরা মানবিক মুখ্যমন্ত্রী : ফিরদৌসী

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৩১শে মার্চ ২০২০ : সারা বিশ্ব তথা আমাদের দেশ করোনা আক্রান্তে দিশাহারা। সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা সাবলীলভাবে রাজ্যের সব মানুষের কোথা চিন্তা করে চলেছেন। এব্যাপারে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম নিজের কার্যালয়ের সামনে থেকে করোনা দুর্যোগে লকডাউনে থাকা দরিদ্র, অসহায় মানুষগুলোর জন্য প্রতিদিন খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন। আমরা আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়, ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে প্রতি ১০০ বছর পর একটা মহামারী আসে এবং

তাতে বহু মৃত্যুও হয়ে থেকে। এবার করোনার থাবায় যেভাবে গোটা বিশ্ব ভেঙে পড়েছে তার মধ্যে এই রাজ্য বাদ যায়নি। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৎপরতার জন্য রাজ্যের ভয়ংকর পরিস্থিতি থেকে রক্ষা পেল। বিগত ১০০ বছরে এধরণের মহামারী আসেও নি। এই প্রশ্নের উত্তরে বিধায়ক ফিরদৌসী বেগম বলেন, আজ রাজ্য দুর্যোগের মুখে, কিন্তু দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের নিরাপত্তার কথা চিন্তা করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন।১০০ বছর বয়সের যদি কেউ এখনও বেঁচে থাকেন বলবেন যে এরকম মানবিক মুখ্যমন্ত্রী তাঁরা দেখেন নি। প্রতিটা দুর্যোগের মুখে তিনি প্রতিরোধ করতে নেমে পড়েন। আমরা কখনও নিজেরাই ভাবি উনি কোন শক্তির বলে এতকিছু করেন।

এদিন বিধায়ক ফিরদৌসী বেগম করোনা ভাইরাসের বেশ কিছু সচেতনতার কথা বলেন। তিনি প্রতিদিন তাঁর কার্যালয় থেকে বিধানসভার মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কথা ঘোষণা করেন এবং সকলের সুস্থ্য জীবনের কামনা করেন। তিনি বলেন এতদিন যে সব মহামারী এসেছে তা ছিল প্রাকৃতিক কারণে কিন্তু এবারের মহামারী মানুষের সৃষ্টি। আমাদের সকলকে কঠিন হাতে এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হবে। সকলকে সচেতন হতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে।তিনি সামাজিক দুরত্বের কথাও উল্লেখ করেন।এই দুরত্ব শুধুমাত্র নিজেদের সুস্থ্য রাখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *