দিল্লিতে বিশিষ্ট সাংবাদিকদের উপর দিল্লি পুলিশের অকথ্যভাবে হেনস্থার প্রতিবাদে আজ কলকাতার রাজপথে বাংলার সাংবাদিকরা
বিশেষ প্রতিবেদক, তকমা নিউজ, কলকাতা, ৫ই অক্টোবর ২০২৩ : সম্প্রতি নতুন দিল্লিতে বর্ষিয়ান ও বিশিষ্ট সাংবাদিকদের বাড়িতে পুলিসি তল্লাসি এবং তাঁদের জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা করা এবং সেই সঙ্গে দু জন সাংবাদিককে ইউএপিএ আইনে গ্রেপ্তার করার প্রতিবাদে কলকাতার সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা আজ প্রেস ক্লাব, কলকাতার সামনে বিক্ষোভ সমাবেশ করে। এই সমাবেশে সংগঠনগত ভাবে উপস্থিত ছিল প্রেস ক্লাব কলকাতা, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব, সাউথ এশিয়ান ওম্যান ফর মিডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টস।
প্রেস ক্লাব, কলকাতার সভাপতি স্নেহাশিস সুর বলেন, এই পদক্ষেপ দেশের সাংবাদিক ও নাগরিক সমাজের কাছে উৎকন্ঠা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ দেশের আইন ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কারুর কোনও আপত্তি থাকতে পারে না। কিন্তু বর্ষিয়ান ও প্রতিষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে দিল্লি পুলিস যে আচরণ করেছে তা অনভিপ্রেত। সারা দেশে এই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। কলকাতার সাংবাদিকরাও তাতে সামিল।
প্রেস ক্লাব কলকাতার সম্পাদক কিংশুক প্রামাণিক বলেন, সাংবাদিকদের প্রধান অবলম্বন হল তাঁর মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা ইত্যাদি। এগুলো কেড়ে নেওয়ার অর্থ হল সার্বিকভাবে সংবাদমাধ্যমের কন্ঠরোধ করা। যদি কেউ বেআইনি আর্থিক লেনদেন করে থাকে তাহলে পুলিশ আদালতে প্রমাণ দাখিল করুক। তা না করে, তাঁর কাজের জিনিস কেড়ে নেবে কেন? পথসভার পর সাংবাদিকরা গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে।