করোনা পরিস্থিতিতে Save the orphans and old age-এর অনাথ শিশুদের পাশে পৌরপিতা গোপাল রায় সাথে বিধায়ক-মন্ত্রী অরূপ বিশ্বাস
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ১৫ই জুলাই ২০২১ : সাম্প্রতিক এই করোনা পরিস্থিতির মধ্যেও অনাথ শিশুদের কথা কেউ না ভাবলেও একটা সময় Save the orphans and old age ও কলকাতা কর্পোরেশনের ১১৩ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা গোপাল রায়-কে ভাবিয়েছে যে তাদের পাশে সকলকে দাঁড়ানো উচিত। এই শিশুগুলোর বাস্তবে পাশে দাঁড়ানোর কাউ নেই কিন্তু সমাজ আছে।
Save the orphans and old age এর কতৃপক্ষের তরফ থেকে দিলীপ সাপুই জানান, আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা এই ছোট ছোট অসহায় বাচ্চাদের কথা ভাবেন, তাদের কথা চিন্তা করেন, কিভাবে তাদের সাহায্য করা যায় সেই কথা ভাবেন, তার জন্য আপনাদের আমরা যতই ধন্যবাদ জানাব ততই কম হবে। আপনাদের আশীর্বাদ ভালোবাসা ও সাহায্য ছাড়া ওরা খুবই অসহায়। এভাবেই সবসময় ওদের সাথে থাকুন ও এই অসহায় বাচ্চাগুলোর উপর এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আমরা অনেক নেতা সম্পর্কে ভালো মন্দ কথা শুনে থাকি। গোপাল রয় মহাশয় কাউন্সিলর সম্পর্কেও শুনে থাকি। আজ নিজ চোখে অসহায় অনাথ বাচ্চাদের কি ভাবে ভালো বাসে তা দেখা সম্ভব হল। নিজে এত বড় মাপের নেতা হয়েও অসহায় বাচ্চাদের সাহায্যে তিনি এগিয়ে এলেন। 200 প্যাকেট মুড়ি, হরলিক্স, আমূল তাজা দুধের প্যাকেট, বিস্কুট, ছাতু, শ্যাম্পু ও জলের বোতল ও অন্যান্য সামগ্রী নিয়ে বেলা 12.30 তাই 11 ই জুলাই রবিবার অনাথ আশ্রমে পৌঁছালেন। আমরা ধন্যবাদ দি কাউন্সিলর মহাশয় কে। ওনার ভালোবাসা অসহায় বাচ্চাদের প্রতি। অনেকক্ষণ বাচ্চাদের সাথে কাটালেন, গান শুনলেন। আবার আসবেন কথা দিলেন। সাহায্য করবে কথা দিলেন। বিধায়ক অরূপ বিশ্বাস এর সঙ্গে কথা হয়েছে জানালেন। আবারও ওনাকে জানাবেন কথা দিলেন। এই সবকিছুর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা আপনাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ যে এই অসহায় করনা পরিস্থিতিতে খুবই সাবধানে থাকুন। বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করুন যতটা সম্ভব। সাবধানে থাকুন।
এই কঠিন পরিস্থিতিতেও আপনারা এই অসহায় বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়ালেন। এর থেকেই বোঝা যাই আপনাদের মন কতটা উদার। আপনারা হৃদয় দিয়ে অসহায় মানুষদের কথা ভাবেন। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তাদের সাহায্য করার চেষ্টা করেন। তার জন্য আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ।আমরা প্রার্থনা করি আপনারা যেন এভাবেই এই সমাজের মঙ্গলের জন্য কাজ করতে পারেন। যারা এই সমাজের স্রোত থেকে পিছিয়ে পড়ছে তাদের পাশে এসে দাঁড়াতে পারেন।
আপনাদের জন্য ও আপনাদের পরিবারের সকল সদস্যদের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন। সকল রোগ ও শয়তানের হাত থেকে ঈশ্বর আপনাদের রক্ষা করুক।সময় পেলেই আমাদের আশ্রমে আসুন। বাচ্চাদের সাথে সময় কাটান। আমরা সবসময় আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি।