প্রথম পাতা

করোনা পরিস্থিতিতে মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে শিশুদের বস্ত্র বিতরণ করে মুখে হাসি ফোটালেন সুস্মিতা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১২ই অক্টোবর ২০২০ : করোনা পরিস্থিতিতে রাজ্যের মানুষের খুবই করুন অবস্থার মধ্যে দিয়ে চলছে। কারো কাজ গেছে তো কারো রোজগার, কারো বা আবার মাইনে কমে গেছে। এই পরিস্থিতির মধ্যে সামনে শারদীয়া উৎসব। প্রতিটা পরিবারে পড়েছে চিন্তার ভাঁজ। কিছু না কিনলেও বাড়ির কচিকাঁচাদের জন্য তো কিছু দিতেই হবে। কিন্তু সেই অর্থের যোগানটা কোথায়? তাই রাজ্যের মন্ত্রী ও টালিগঞ্জ বিধানসভার বিধায়ক অরূপ বিশ্বাস তাঁর বিধানসভা কেন্দ্রের সব ওয়ার্ডের ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য শারদীয়ায় বস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া তো বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য শাড়ি, ধুতি বা লুঙ্গি তো আছেই।মন্ত্রী বলেন, আমার বিধানসভায় শারদীয়া উৎসবে কেউ বস্ত্রহীন থাকবে না। সাধ্যমত সকলকে বস্ত্র বিতরণ করবো। সুরুচি সংঘের উদ্যোগে এই সময়ে মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

সাম্প্রতিক কলকাতা কর্পোরেশনের ১০০ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা সুস্মিতা দাম ওয়ার্ডের বিভিন্ন বুথে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের মুখে হাসি ফটালেন। তাঁর ওয়ার্ডের ৬ নং বাস রুট অন্তর্গত নাকতলা এলাকায় মুসলিম পাড়ায় কিছু শিশুদের হাতে তুলে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসের দেওয়া শারদীয়ার উপহার।এভাবেই আজ তিনি গাঙ্গুলি বাগান, রামগড় ও সুইপার কলোনিতে শিশুদের হাতে তুলে দেন মন্ত্রীর দেওয়া শারদীয়া উপহার। আগামীকাল সাঁওতাল পল্লী, অরবিন্দনগর এলাকায় শিশুদের উপহার তুলে দেবেন পৌরমাতা সুস্মিতা দাম। মোট ২৫০জন শিশুকে এই উপহার তুলে দেওয়া হবে। মোটের উপর মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর বিধানসভা কেন্দ্রে প্রায় ৮০০০ বাচ্চাদের এই শারদীয়া উপহার দেবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *