প্রথম পাতা

কৃষি বিকাশ শিল্প কেন্দ্র বেকার যুবকদের জন্য স্টার্ট আপ ও স্কিল ডেভেলপমেন্টের জন্য ওয়াবসাইট লঞ্চ করল

রাজেন বিশ্বাস, এবিপিতকমা, কলকাতা, ২৩শে ফেব্রুয়ারি ২০২০ : ভারত সরকারের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দপ্তরের অধীনে একটি উদ্যোগ, কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সাম্প্রতিক তাদের ওয়াবসাইট লঞ্চ করল। এই ওয়াবসাইটের মাধ্যমে সর্বভারতীয় ক্ষেত্রে বেকার তরুণদের মধ্যে আত্মবিশ্বাসের সঙ্গে উদ্যোগী গড়ে তোলার লক্ষ্যে সরকারের এই মন্ত্রকের কাজে সাহায্য করবে। প্রথমে তরুণদের সঠিক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে গড়ে তোলা হবে। এরপর তাদের নিজস্ব স্টার্ট আপ ভেঞ্চারের বিষয়ে সাহায্য করবে এবং রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্ক থেকে ২% কম হারে সুদ ঋণ পেতে সাহায্য করবে ও তাদের জন্য ভারত সরকারের ২৫% সাবসিডি পেতে সাহায্য করবে। এই ক্ষেত্রে গ্যারেন্টার হবে ভারত সরকার নিজে।

এই সর্বভারতীয় ওয়াবসাইট www.kbskenterprisemsme.in বেকার যুবকেরা নিজেদের নিথিভুক্ত করে উপকার পেতে পারে।

এই অনুষ্ঠানে নতুন এই সর্বভারতীয় ওয়াবসাইট www.kbskenterprisemsme.in -এর ব্যাপারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের কয়কজন সিনিয়ার বক্তা। তাঁরা জানান, কীভাবে এই ওয়াবসাইট বেকার তরুণদের সঠিকভাবে তাদের স্কিল ডেভেলপমেন্ট ও পরবর্তী সময়ে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলতে সাহায্য করবে। বক্তাদের মধ্যে ছিলেন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডঃ প্রসেনজিৎ বসু, মুখ্য উপদেষ্টা (জাতীয় স্তর) প্রিয়ব্রত প্রামাণিক, পশ্চিমবঙ্গের জন্য মুখ্য উপদেষ্টা অধ্যাপক রতিকান্ত ধর, স্কিল ও এন্টারপ্রেনারশিপ ডিরেক্টর প্রবীর কুমার দে, এবং ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি দপ্তরের প্রাক্তন অ্যাসোসিয়েট ডিরেক্টর ডঃ অমিত চৌধুরী সহ ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ।

কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের এই অনুষ্ঠানে প্রস্তাবিত অতিরিক্ত ১০০টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র উদ্বোধনের কথাও ঘোষিত হয়। উল্লেখ্য এই ধরনের ৬০০০টি কেন্দ্র ইতিমধ্যে চালু করেছে সংস্থা। ভারতের বিভিন্ন প্রান্তে সেগুলি কাজ শুরু করে দিয়েছে।এই কেন্দ্রের মাধ্যমে ভারত সরকারের সহযোগিতায় সাধারণ মানুষের মধ্যে উন্নত মানের ওষুধ ন্যায্যমূলে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এই ৬০০০টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র পরিচালিত হয় ভারত সরকারের সার ও রসায়ন মন্ত্রকের ফার্মাসিউটিকাল দপ্তরের প্রশাসন দ্বারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিপিআই-এর প্রধান আশিস কুমার চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *