সি ই এস সি-তে বিদ্যুতের বকেয়া বিল জমা দিতে নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১লা মে ২০২০ : করোনার কারণে একে লকডাউনের কারণে কেউ রোজগার করতে বাইরে যেতে পারেনি তাই পকেট শূন্য। এর উপর বিদ্যুতের বিল জমা পড়ে গেছে প্রায় দুমাস। সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছে লকডাউনের কারণে কোন ফাইন নেওয়া হবে না এবং বিল বকেয়া থাকার কারণে কোন বিদ্যুৎ সংযোগ কাটা হবে না।
সবটাই ঠিক আছে কিন্তু লকডাউনের মধ্যে বিল না দেওয়া হলেও আজ “আনলক ১” ঘোষণা হতেই অনেকেই আজ প্রথমদিনে বিল জমা দিতে আগ্রহী হন। এর আগেও অনেকে বিল জমা দিতে এসে দীর্ঘ লাইন দেখে বাড়ি ফিরে গেছেন। আজ ফের একবার বিল জমা দিতে এসে পরিস্থিতি তাদের ঘরমুখী হতে বাধ্য করে।গোটা কলকাতায় সি ই এস সি-র বিল জমা নেওয়ার কাউন্টারে দীর্ঘ লাইনের জন্য কোন বাড়তি ব্যবস্থা গ্রহণ করেনি সি এ এস সি কতৃপক্ষ বলে অভিযোগ তোলেন গ্রাহকেরা। তাঁরা এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও প্রায় ঘন্ট দুই দাঁড়ানোর পরও কাউন্টারের গেটের সামনে পৌঁছাতে পারেন নি বলে আজও বাড়ি ফিরে যান। তাঁরা অভিযোগ তোলেন সামাজিক দুরত্বের কারণ কাউন্টারে একজন করে যেতে হচ্ছে কারণ একটাই কাউন্টার খোলা আছে। যদি কাউন্টারের সংখ্যা বেশি করা হয় তবে একজন করে গেলেও একসাথে ৩-৪ জন বিল জমা দিতে পারে। একে করোনা তার সাথে ঝড় এবার বিদ্যুতের বিল জমা দেওয়া নিয়ে চরম দুর্ভোগে মানুষ নাজেহাল।