প্রথম পাতা

উপনির্বাচনে ৫২% ভোট প্রদান নিয়ে তৃণমূলের ঝুলিতে নিশ্চিত জয় মমতা ব্যানার্জির

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ৩০শে সেপ্টেম্বর ২০২১ : দিনের শুরুটা তেমন একটা ভাল যায় নি তৃণমূল প্রার্থী রাজ্যের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতা ব্যানার্জির জন্য। সকাল ৯টা পর্যন্ত ভোট প্রদানের হার ছিল মাত্র ৭% যেখানে বাকি দুটো উপনির্বাচন কেন্দ্রে ততক্ষনে ভোট প্রদানের হার ১৭%। এমনকি সকাল ১১টা পর্যন্ত ভোট প্রদান হারের নিরিখে অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল তখন ছিল মাত্র ২১%। কিন্তু বেলা যত গড়িয়েছে তত ভোট প্রদানের হার বেড়েছে। বিরোধীরা প্রথমের পরিস্থিতি দেখে বেশ উত্তেজিত ছিল যে তাদেরই জয় হচ্ছে। কিন্তু ভোটদান পর্ব যত শেষের দিকে এগিয়েছে বিরোধীরা নিজেদের গুটিয়ে নিয়েছেন। বিশেষ করে কলকাতা কর্পোরেশনের ৭০, ৭১, ৭৩ নং ওয়ার্ডের মানুষের মুখের ছাপ বলে দিয়েছে মমতা ব্যানার্জি ফের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেনই। বাড়ি থেকে সময় মত গাড়িতে করে এসে মিত্র ইন্সটিটিউশন স্কুলে নিজের ভোট দিয়ে আবার বাড়িতেই ফিরে যান ভোট প্রদান করে শুধুমাত্র তিনি জনগনের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রদান করেন।

সব দলের প্রার্থীদের রাস্তায় বুথে বুথে ঘুরতে দেখা গেলেও মমতা ব্যানার্জি চিরাচরিত ঢঙে শুধুমাত্র নিজের ভোট দেওয়ার সময় ছাড়া কোন বুথ পরিদর্শনে যান নি। নন্দীগ্রামে তবুও কিছু অভিযোগ পেয়ে একটা বুথে গিয়ে বসেছিলেন কিন্তু ভাবানীপুর তাঁর নিজের মাটি, নিজের ঘাঁটি তাই এখানে আত্মবিশ্বাসটাই একটু আলাদা। মানুষের উপর এবং বিধানসভার বিভিন্ন নেতৃত্বদের উপর “দিদি”-র অগাদ ভরসা তাই নিজে আর ঘুরে দেখেন নি। মদন মিত্র, ফিরাদ হাকিম, সায়নদেব চট্টোপাধ্যায়, অসীম বসু, সুব্রত বক্সী, সন্দীপ বক্সী মত বিশ্বস্ত দলীয় সৈনিক থাকতে আর চিন্তা কিসের। অভিষেক ব্যানার্জিও শুধু নিজের ভোট প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *