প্রথম পাতা

নিজের জীবনের গুরু ও রাজনৈতিক গুরুকে স্মরণ করে গুরু পূর্ণিমায় রক্তদান শিবিরে মন্ত্রী শোভনদেব

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ২৪শে জুলাই ২০২১ : আজ গুরুপূর্ণিমা, আর তাই এই দিনটাকে সামনে রেখে নিজের জীবনের দুই গুরু ও তাঁর রাজনৈতিক গুরুকে স্মরণ করে এক রক্তদান উৎসবের আয়োজন করেছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কনকপ্রভা মেমোরিয়াল চ্যারিটেবল সেন্টার যার কোষাধ্যক্ষ সায়নদেব চট্টোপাধ্যায় ও সভানেত্রী রাজশ্রী চট্টোপাধ্যায়।এটি কনকপ্রভা মেমোরিয়াল চ্যারিটেবল সেন্টারের ২৫ তম বর্ষের রক্তদান শিবির।

নিজের জীবনের গুরু শুধুমাত্র দু’জন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর বাবা এবং মা আর নিজের রাজনৈতিক গুরু প্রয়াত স্ত্রী সুপ্রিয়া চট্টোপাধ্যায়।সাহানগর রোডে এই রক্তদান শিবির অনুষ্ঠানের আজকের মঞ্চের নামকরণ করা হয় সুপ্রিয়া চট্টোপাধ্যায় মঞ্চ।মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বাবা ও মায়ের ছবিতে মাল্যদান করে সম্মান জ্ঞাপন করেন এবং মায়ের ছবিতে মাল্যদান করেন সায়নদেব, রাজশ্রী চট্টপাধায়।রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা কর্পোরেশনের প্রশাসক ফিরাদ হাকিম (ববি), মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রতন মালাকার, সন্দীপ বক্সি, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ অনেকে।

রক্তদান শিবির অনুষ্ঠানের মধ্যেও কোভিডের কারণে অসহায় মানুষ ও শিশুদের সাহায্যের হাত বাড়িয় দেয় এই সমাজসেবী সংস্থা ও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সায়নদেব চট্টোপাধ্যায় ও রাজশ্রী চট্টোপাধ্যায়। এদিন অসহায় মানুষগুলোর পাশে থেকে সাহায্য করে সংস্থার পক্ষ থেকে সায়নদেব চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *