প্রথম পাতা

গড়িয়া স্টেশনে রাখি বন্ধন উৎসবে বিধায়ক ফিরদৌসী ও নজরুল আলি

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২৩শে আগস্ট ২০২১ : এমই একজন বিরল বিধায়ক ফিরদৌসী বেগম, যিনি সংখ্যালঘু হয়েও হিন্দুদের সমস্ত উৎসবে সকলের সাথে নিজেকে সামিল রাখেন।তা বড়ঠাকুরের পুজো হোক, গনেশ পুজো হোক, বিশ্বকর্মা পুজো হোক, দূর্গা পুজো হোক, কালি পুজো হোক আর তা রাখিবন্ধন হোক।তিনি যখানেই যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শেই একটাই কথা বলেন “ধর্ম যার যার, উৎসব সবার”। সাম্প্রতিক রাখি বন্ধন উৎসবে গড়িয়া স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ড ও ৬ নং ওয়ার্ডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম ও নজরুল আলি মন্ডল।

বিধায়ক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকল পথযাত্রী ও তৃনমূল কর্মী এবং সমর্থকদের হাতে রাখি বেঁধে দেন ও সাথে মিষ্টিমুখ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রশাসকমন্ডলী সদস্য অশোকা মৃধা, পিন্টু দেবনাথ, পাপাই দত্ত, সমরজিৎ ব্যানার্জি, শ্রীমন্ত নস্কর, বিদায়ী পৌরমাতা দিপালি নস্কর, সান্তনু নস্কর সহ অনেকে। কিন্তু কোন অনুষ্ঠানে গড়িয়া টাউন তৃনমূল কংগ্রেস সভাপতি ও ৪ নং ওয়ার্ডের পৌরপিতা এবং প্রাক্তন প্রশাসকমন্ডলী সদস্য বিভাস মুখার্জি (মনু), জয়ন্ত সেনগুপ্ত, সুব্রত মন্ডল কাউকে দেখা গেল না।

নব নিযুক্ত আরেক প্রশাসকমন্ডলী সদস্য পাপিয়া হালদার ও ৫ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তরুণ কান্তি মন্ডলের নিজস্ব রাখিবন্ধন উৎসব থাকায় উপস্থিত হতে পারেন নি। তবে বিভাস মুখার্জি নিজের ওয়ার্ডে এক কোনায় কোনমতে গুটিকয়েক বাসিন্দাদের নিয়ে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন কিন্তু তারই ওয়ার্ডে তৃনমূল সভাপতি হিমাংশু দে (মিঠু) ওয়ার্ডের দলীয় কার্যালয়ে রাখিবন্ধন উৎসবের আয়োজন করেন। এখানে তরুণ কান্তি মন্ডল ও হিমাংশু দে বাজারের ব্যবসায়ী, পথচলতি মানুষ ও শিশুদের হাতে রাখি বাঁধেন এবং সকলকে বিস্কুট ও চকলেট তুলে দেন।কিন্তু সেখানে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেননি মনু মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *