বিধায়ক হয়েই সোনারপুর উত্তরে ফিরদৌসী বেগম কোভিড মোকাবিলা করতে ২টো সেফ হোম ও অক্সিজেন পার্লার করলেন
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১০ই মে ২০২১ : ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃতীয়বার বিধায়ক হতেই সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি নেওয়া শুরু করে দিলেন। রাজ্যে তথা সোনারপুর উত্তর বিধানসভায় কোভিড যে হারে বাড়ছে তার জন্য বিধায়ক ফিরদৌসী বেগম দুটো সেফ হোম চালু করেছেন।
ইতিমধ্যেই কন্দর্পুর এলাকায় ওএসডি ক্লাবে ১০টা বেড শুরু করা হয়েছে এবং নেতাজি স্পোর্টস কমপ্লেক্সের পাশে যে সভাগৃহ বা বেঙ্কয়েট আছে সেখানে ৫০ শয্যার সেফ হোম শুরু করা হয়েছে। এছাড়াও কামালগাজী নেতাজি স্পোর্টস কমপ্লেক্সে অক্সিজেন পার্লার করা হয়েছে। যদি কারও নিঃশ্বাসে নিতে সমস্যা হয় অথবা শরীরে অক্সিজেনের পরিমান কমে যায় তবে এই অক্সিজেন পার্লারে এসে সাময়িক অক্সিজেন নিয়ে নিজেকে সুস্থ করে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
বিধায়ক ফিরদৌসী বেগমের এই উদ্যোগকে সম্পূর্ণ বাস্তব করতে সোনারপুর উত্তর বিধানসভার উচ্চ নেতৃত্ব নজরুল আলি মন্ডল তৎপরতার সাথে দেখভাল করে চলেছেন যাতে কারো কোন ক্ষেত্রে অসুবিধা না হয়। রাজ্যের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর রাজ্যবাসীর কাছে জানিয়েছিলেন সবার আগে রাজ্যের মানুষের সুরক্ষার জন্য কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করতে প্রাধান্য দেওয়া হবে।আর সেই নির্দেশকে মেনে সোনারপুর উত্তরে কোভিড পরিস্থিতিকে প্রাধান্য দিলেন বিধায়ক ফিরদৌসী বেগম।এছাড়াও ফ্রেন্ডস-এর কয়েকটা ঘর নিয়ে সেফ হোম করা হয়েছে সাথে খাবারের ব্যবস্থা করা হয়েছে।