প্রথম পাতা

নবগ্রাম যুব সংঘের ৬২ বছরের পুজো, এই প্রথম সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক উদ্বোধন করল

নিজস্ব প্রতিনিধি, তকমা, সোনারপুর, ৯ই অক্টোবর ২০২২ : গড়িয়া স্টেশনের নবগ্রাম যুব সংঘের উদ্যোগে নবগ্রাম সর্বজনীন দুর্গোৎসবের দুর্গা পুজো তাদের ৬২তম বর্ষে পদার্পন করল। প্রতি বছর এই পুজো হয় তবে কোনবারই কোন রাজনৈতিক ব্যক্তি দিয়ে পুজো উদ্বোধন করা হয় না। নবগ্রাম যুব সংঘের পুজো তা বলে খুব ছোট আকারে হয় তা বলা যায় না। মাঝে তারা তিন বছর কৃষ্ণনগর থেকেও প্রতিমা এনে পুজো করেছে। কিন্তু এবছর সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম তৃতীয়বারের জন্য জয়ী হন যা এই বিধানসভার জন্য দৃষ্টান্ত।

এই উদ্দেশ্যে ক্লাবের সমস্ত সদস্য ও কতৃপক্ষ একত্রিত হয়ে আলোচনা করার পর ক্লাবের সম্পাদক ও এই পুজো কমিটির কার্যকরী সভাপতি হিমাংশু দে (মিঠু) সিদ্ধান্তে আসে এবছর তিনবারের বিধায়ক ফিরদৌসী বেগমের হাত দিয়েই পুজো মন্ডপের উদ্বোধন করা হবে আর হয়েছেও তাই। ৬২ বছর পর এই প্রথম কোন বিধায়ক এসে নবগ্রাম যুব সংঘের পুজো উদ্বোধন করলেন তাও সাথে এলাকার সমস্ত প্রবীণ নাগরিকদের পাশে নিয়ে। এছাড়াও অষ্টমীর রাতে এলাকার সমস্ত নাগরিকদের অপর্যাপ্ত ভোগ ও মিষ্টান্ন বিতরণ করা হয়। উদ্বোধনে এসে বিধায়ক ফিরদৌসী বেগম বলেন, গড়িয়া স্টেশনের সান্ধ্য বাজার থেকে নবগ্রাম যুব সংঘ পর্যন্ত একদিকে সৌন্দর্যায়নের কাজ হবে অন্যদিকে রাস্তা মেরামতির কাজও হবে। রেল কতৃপক্ষের সাথে আলোচনা চলছে, রেলের থেকে এই রাস্তা হস্তান্তর নিয়েই কাজ হবে। এটা এই এলাকার মানুষের অনেকদিনের একটা দাবী যা এবার আপনাদের আশির্বাদে আমার তৃতীয়বারের জয়ের অঙ্গীকার, পূরণ হবে কিন্তু সকলকে একসাথে পাশে থেকে সহযোগিতা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *