প্রথম পাতা

করোনা লকডাউন পরিস্থিতিতে মাদুরাইতে চিকিৎসার জন্য আটকে থাকা পরিবারকে আর্থিক সাহায্য পাঠালেন মানবিক সাংসদ মিমি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৩রা এপ্রিল ২০২০ : মাদুরাইতে চিকিৎসা করাতে গিয়ে

আটকে পরা দশ বাঙালীর জন্য সাহায্যের হাত বাড়ালেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী।এই ১০ জনের মধ্যে আটকে থাকা ভাঙড়ের বাসিন্দা স্বপন সরদার সাহায্যের জন্য মিমি চক্রবর্তীর আপ্ত সহায়ক অর্নিবান ভট্টচার্য্যকে ফোন করেন।অর্নিবান সাংসদ মিমির সাথে কথা বলেন।কথা হয় মাদুরাই কর্পোরেশনের কমিশনারের সাথে।এরপর কর্পোরশনের কর্মকর্তারা মীনাক্ষী মিশন হসপিটালের লজে যান এবং সেখানে দুর্গতদের সাথে কথা বলেন।মিমি জানিয়েছেন, যে অসহায় মানুষেরা চিকিৎসা করাতে গিয়ে ওখানে আটকে আছেন তাঁদের খাওয়া পওয়ার জন্য যেন কোন অভাব না হয় সেটা যেমন আমরা নিশ্চিত করেছি ঠিক পাশাপাশি রোগীর চিকিৎসার ব্যাপারেও খেয়াল রাখার আবেদন রেখেছি।তাদের প্রয়োজনে আর্থিক সহায়তাও করতে প্রস্তুত।কথা মত কাজ, মিমি চক্রবর্তী তাঁর তহবিল থেকে আর্থিক সহায়তা পাঠিয়ে দিয়েছেন এবং প্রয়োজনে আরও পাঠাবেন বলেও জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *