করোনায় আক্রান্ত পল্লবকান্তি ঘোষ মনোবল না হারিয়ে সুস্থতার পথে
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৯ই সেপ্টেম্বর ২০২০ : করোনা সংক্রমণের শুরু থেকে দঃ ২৪ পরগণা জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লবকান্তি ঘোষ গোটা জেলায় মানুষের পাশে থেকে সমাজসেবা করে গেছেন। কখনও খাদ্যসামগ্রী দিয়ে, কখনও কেউ করোনায় আক্রান্ত হলে তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা, আর্থিক সাহায্য থেকে বহু প্রকার সাহায্য করেছেন। কিন্তু পরিস্থিতির পরোয়া না করে মানুষের পাশে থেকে আজ সেই পল্লবকান্তি ঘোষ করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও তাঁকে আইসলেশনে পাঠানো হয় অন্যত্র।
কিন্তু করোনায় আক্রান্ত হয়েও মনোবল হারান নি পল্লবকান্তি ঘোষ। আইসলেশনে থেকেও তিনি দলীয় কর্মী ও নেতাদের সাথে যোগাযোগ রেখেছেন, ফেসবুক লাইভ করে সকলকে নিজের অবস্থার কথা জানিয়েছেন।এমনকি তিনি আমার সাথেও যোগাযোগ করেন এবং তিনি সাফ জানান, আমি মনোবল হারায় নি। নিজে আক্রান্ত হয়ে একটা কথা বুঝতে পারলাম, এই রোগে অধিকাংশ মানুষ মনোবল হারাচ্ছেন এবং তার ফলে মৃত্যু হচ্ছে। আমি হাসপাতালের তত্ত্বাবধানে বিশ্রামে আছি ও নিজের মনোবল বাড়াচ্ছি। আমরাও তাঁর দ্রুত শারীরিক আরোগ্য কামনা করছি। তিনি আবার সুস্থ্য হয়ে নিজের স্বমহিমায় ফিরে আসবেন সকলের সামনে, আবার মানুষের জন্য সহযোগিতার হাত বাঁড়াবেন।