ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ভারত সরকারের 77তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সল্টলেকে আলোচনা সভা
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ৫ই জানুয়ারি ২০২৪ : ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ভারত সরকারের 77তম প্রতিষ্ঠা দিবস পালিত হবে ৬ জানুয়ারী নিউটাউনে।
তারই আগে আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিব্যেন্দু চক্রবর্তী সায়েন্টিস্ট – G& Deputy Director General (Eastern),অনিন্দ্য চক্রবর্তী Senior Director & Head (KKBO-2),অনিন্দিতা গুহা Regional Director,( NAFED)।
দিব্যেন্দু চক্রবর্তী সায়েন্টিস্ট – G& Deputy Director General (Eastern) এই আলোচনা সভা থেকে জানালেন। আজকে মানক মন্থন প্রোগ্রাম। দুটো স্ট্যান্ডার্ড জুটের স্ট্যান্ডার্ড IS 1912, IS 3844। যখন কোন স্ট্যান্ডার্ড পাবলিশ করা হয় সেই স্ট্যান্ডার্ড কমিটি আছে সেই কমিটি ডিসাইড করে।
স্ট্যান্ডার্ড কমিটি সঙ্গে আলোচনা করা হচ্ছে আরও কিছু ভালো করা যায় কিনা।এই বিষয় নিয়ে আজকের আলোচনা সভা।২২০০০ স্ট্যান্ডার্ড পাবলিশ করা হয়েছে তার মধ্যে থেকে যেগুলো মনে হচ্ছে আলোচনা করা দরকার সেইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে।