প্রথম পাতা

সোনারপুরের ৪ নং ওয়ার্ডে বাইরে থেকে আসা বাসকে ঘিরে উত্তেজনা, পৌরপিতার হস্তক্ষেপে মেডিক্যাল পরীক্ষা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৩শে মার্চ ২০২০ : করোনা যেভাবে সারা ভারতে আতঙ্ক ছড়িয়েছে তাতে মানুষ এলাকায় নতুন কেউ বাইরে থেকে এলেই তৈরি হচ্ছে জনরোষ।

রাজ্য সরকার প্রচার করছে কেউ আন্তঃরাজ্য থেকে হোক বা দেশের বাইরে থেকে আসুক তাঁকে আইসলেশনে যেতে হবে অথবা মেডিক্যাল পরীক্ষা করতে। আজ দুপুরে সোনারপুরের রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের শিবতলা এলাকায় এক বাস বাসিন্দা তাদের ট্যুর সেরে ফেরে। পাড়ায় ঢোকার মুখেই মানুষের রোষের মুখে পড়ে বাসে থাকা ভ্রমণযাত্রীরা। পাড়ার বাসিন্দারা বাসের ৪৮ জনকে পাড়ায় ঢোকা থেকে আটকায়। তাঁরা দাবি করে এই বাস আগ্রা সহ দিল্লি হয়ে আজ কলকাতায় ফিরেছে। বাসের সকলকে মেডিক্যাল পরীক্ষা করিয়ে আসতে হবে। ইতিমধ্যে ৪ নং ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল টাউন সভাপতি বিভাস মুখার্জি নরেন্দ্রপুর থানায় খবর দেন। পুলিশ আসলে গোটা বাস নজরে রাখে পুলিশ সহ বাসিন্দারা। খবর দেওয়া হয় মেডিক্যাল টিমকে। এরপর বাস সহ বাসযাত্রীদের নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *