সিবিআই অফিসে দফায় দফায় জেরার মুখে মন্ত্রী পার্থ ও বীরবূমের জেলা সভাপতি অনুব্রত
অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ১৯শে মে ২০২২ : সিবিআই জেরার খবর পেয়েই অসুস্থ হয়ে পড়েন বীরবূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। কিন্তু তারপর নিজেই সিদ্ধান্ত নেন সিবিআই-এর জেরার মুখে হাজির হবেন। বালি পাচার ও গরু পাচার নিয়ে জেরার মুখে অসুস্থ অবস্থায় হাজির হলেন অনুব্রত মন্ডল।
আবার রাজ্যের মন্ত্রী পার্থ চ্যাটার্জিকেও তলব করল সিবিআই। লম্বা জেরার মুখে পার্থ চ্যাটার্জি সিবিআই-এর জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক স্কুল চাকরি কেলেঙ্কারিদের মামলা নিয়ে এখন জেরবার তৃনমূল দল। ইতিমধ্যে এসএসসি দপ্তরেও সিবিআই নজরদারি চালাচ্ছে যাতে কোন তথ্য হাতবদল না হয়।