প্রথম পাতা

১লা আগস্ট থেকে রাজপুর সোনারপুর পৌরসভার তরফে বিশেষ জরিমানা ধার্য্য করা হয়েছে

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ৩০শে জুন ২০২২ : বহুবার প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হলেও গোটা সোনারপুরে ব্যবসায়ীদের মধ্যে তেমন হেলদোল দেখা যায় নি। আর এই প্লাস্টিক ব্যবহারের কারণে বর্ষায় নর্দমা থেকে খালের জল চলাচলে বিঘ্ন ঘটে। বর্ষার জল জমে থাকে, জল নামার ব্যাপারে কোন সমাধান করা যায় না। রাজপুর সোনারপুর পৌরসভার সব ওয়ার্ডে ড্রেন, নালা, খাল থেকে হাইড্রেন এই প্লাস্টিকের কারণে আটকে থাকে।

এবার বর্ষার আগেই রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান ডাঃ পল্লব দাস গোটা পৌরসভা এলাকায় বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কোথাও কোন প্লাস্টিক ব্যাগ ও পলিথিন প্যাকেট বিক্রি হবে না। গোটা জুলাই মাস ধরে পৌরসভা এলাকায় প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা ও সতর্কতার কারণে মাইক প্রচার করা হবে। এরপর আগস্ট মাস থেকে এই প্লাস্টিক ব্যবহার বর্জনের জন্য কড়া ব্যবস্থা নেবে পৌরসভা। ১লা আগস্ট থেকে বাজারে কোন ব্যবসায়ী প্লাস্টিক ব্যবহার করলে পৌরসভা ৫০০ টাকা জরিমানা ধার্য্য করবে এবং শুধু এখানেই নয়, কোন ক্রেতা প্লাস্টিক ব্যবহারের জন্য উৎসাহ দিলে তাকেও ছাড়া হবে না। ক্রেতার ক্ষেত্রে জরিমানা ধার্য্য করা হয়েছে ৫০টাকা।

কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করে কি কোন সুরাহা হবে? সকলের এটাই প্রশ্ন। এর কারণে বিভিন্ন বাজার এলাকায় এই প্লাস্টিক প্যাকেট ও ব্যাগ সরবরাহ করে তৃনমূল কংগ্রেসের কর্মীরা। উদাহরণ হিসেবে বলা যায় গড়িয়া স্টেশন এলাকায় সান্ধ্য বাজার ও স্টেশন এলাকায় সবজির দোকানে টাউন তৃনমূল কংগ্রেস এক সম্পাদক সুব্রত মন্ডলের অনুপ্ররণায় বুলু নামে এক কর্মী প্লাস্টিকের প্যাকেট ও ব্যাগ সরবরাহ করে আসছে। এভাবে প্লাস্টিক ব্যবহারকে উৎসাহ দিয়ে সমাজকে আরও বিপদে ঠেলে দিচ্ছে এই ধরনের স্বার্থজনিত তৃনমূল নেতৃত্বরা। এই বুলু প্লাস্টিকের প্যাকেট রাখে দলীয় কার্যালয়ে, সেখান থেকেই ব্যবসা চালায়। রাজপুর সোনারপুর পৌরসভার তৃনমূল কংগ্রেসের বোর্ড বহুবার নিষেধাজ্ঞা জারি করেও আজও পর্যন্ত তা বন্ধ করতে পারে নি। এখন কি আর বন্ধ করতে পারবে? এধরনের কর্মীদের ব্যবসা বন্ধ হলে তাদের মদতদাতা নেতৃত্বরা বলবে ব্যবসা বন্ধ করে দিলে এই কর্মীরা চলবে কি করে, কি করে সংসার চালাবে? তাই এদের চুপিচুপি ব্যবসা চালানোর ব্যবস্থা করতে দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *