প্রথম পাতা

১লা ফেব্রুয়ারি থেকে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঘাত হানতে চলেছে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা। ৩১শে জানুয়ারি ২০২০ : সারা বিশ্বে পেট্রোলিয়াম দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে যার প্রভাব ভারতে মারাত্মক হতে চলেছে। এমনিতে গ্যাসের দাম বেড়েই চলেছে। সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে গ্যাসে দামের কারণে। সূত্রের খবর ১লা ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে গ্যাসের দাম এক লাফে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা বাড়তে চলেছে। এই বৃদ্ধির পর গ্যাসে দাম ৭৪৭ টাকা থেকে বেড়ে ৯০০ টাকার কাছাকাছি যেতে চলেছে। অনেকে ধারণা করছে গ্যাসের দাম এবার ৮৭০ টাকার কাছাকাছি হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধাপে ধাপে গ্যাসের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের গাঁ সওয়া করে দিয়েছে তাই এবার এক লাফে ৯০০টাকা হলেও তিনি জানেন এর ফলে গ্যাসের বিক্রির কোন প্রভাব পড়বে না কারণ এতদিন মানুষ ৭৫০ টাকা দিয়ে গ্যাস কিনেছে,

এরফলে মানুষ কোনভাবে প্রতিক্রিয়া দেখান নি। তাই এবারও ১৩০ টাকা থেকে ১৫০ টাকা বাড়লেও তেমন প্রভাব পড়বে না।কেন্দ্রে বিজেপি সরকারের এই গ্যাসের মূল্য বৃদ্ধির বিরোধিতা করে বিরোধীরা বহু সভা, মিছিল ও সমালোচনা করেছে। সেদিনও তারা অভিযোগ করেছিলেন গ্যাসের দাম একদিন ১০০০ টাকা হবে আর তারই দিকে এগোতে চলেছে কেন্দ্র সরকার।

২০২০ সালের মধ্যে মানুষকে ১০০০ টাকা দিয়েই গ্যাস কিনতে হবে। এর সাথে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি হতে চলেছে ১লা ফেব্রুয়ারি থেকে যার ফলে বাজার দরের উপর বিশাল প্রভাব পড়বে বলে মনে করছে সাধারণ মানুষ।এবার ফের বিরোধীরা এন আর সি-র সাথে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে। তবে পৌরসভা নির্বাচনের আগে এমন একটা ধাক্কা যে প্রভাব ফেলবে তা নিশ্চিত করে বলা যেতেই পারে। ছবি চুনী পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *