১৭ই মার্চ রাজপুর সোনারপুর পৌরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধানের শপথ, জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১৫ই মার্চ ২০২২ : রাজ্যের প্রায় সব পৌরসভার পুরপ্রধান ও উপ পুরপ্রধানের নামের তালিকা ঘোষণা হয়ে গেছে কিন্তু এখন দক্ষিণ ২৪ পরগণার ৬টা পুরসভার কোন তালিকা পাওয়া যায় নি। তবে জেলা শাসকের দপ্তর থেকে এবারের নির্বাচনের সকল জয়ী প্রার্থীদের সকাল ১১টায় রাজপুর সোনারপুর পৌরসভার হরিনভির মূল কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র অনুয়ায়ী জানা গেছে গতবারের পুরপ্রধান ডঃ পল্লব দাসের নাম রয়েছে তবে কিছু সংবাদ মাধ্যম বিভিন্ন নামের তালিকা আগে থেকে প্রকাশ করার ফলে চাঞ্চল্য সৃষ্টি ও বিভ্রান্তি তৈরি হয়েছে যা দুই বিধানসভার বিধায়ক ভাল চোখে দেখছেন না। এমনকি এই নিয়ে উচ্চ নেতৃত্ব কোন মন্তব্য করতে চান নি।
এখন পর্যন্ত যাদের নাম পুরপ্রধান ও উপপুরপ্রধান হিসাবে রয়েছে তাদের মধ্যে রয়েছে ডঃ পলব দাস, সোনালী রায়, দিপালী নস্কর, নজরুল আলি মন্ডল, কুহেলি ঘোষ ও মফজ্জল হোসেন। এই দুজনের নামের পর বাকি ৫জন সি আই সি-র নাম ঘোষণা হবে যার মধ্যে রয়েছে রঞ্জিত মণ্ডল, নজরুল আলি মন্ডল, সঞ্জিত চ্যাটার্জি, বিশ্বজিৎ দে, কুহেলি ঘোষ, সোনালী রায়, দিপালী নস্কর, পাপিয়া হালদার, মফজ্জল হোসেন ও বিভাস মুখার্জির নাম শোনা যাচ্ছে। এখন সম্পূর্ণ দলের সিদ্ধান্ত কাদের উপর এই পৌরসভা পরিচালনার গুরু দায়িত্বভার তুলে দেওয়া হবে। রাজপুর সোনারপুর পৌরসভার গতবারের বোর্ডের তিনজন সদস্য কার্তিক বিশ্বাস, সান্তা সরকার ও অমিতাভ বসু চৌধুরী এবার তৃনমূলের প্রার্থী ছিলেন না তাদের জায়গায় কে সি আই সি হয় এখন দেখার। আমরা সম্পূর্ণ তালিকা আনুষ্ঠানিক প্রকাশের পর সব পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তালিকা প্রকাশ করবো।