মাতৃত্বের স্পর্ষে শিশুদের সাহায্যের হাত বাড়ালেন পৌরমাতা পাপিয়া
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৩রা মে ২০২০ : করোনায় যখন গোটা দক্ষিণ ২৪ পরগণা জেলা রেড জোন ঘোষণা করেছে কেন্দ্র সরকার এবং একই সাথে গোটা রাজ্যের অধিকাংশটাই লকডাউনের আওতায় তখন রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার গত ২৬শে এপ্রিল থেকে ওয়ার্ডের মানুষের জন্য শুধু নয় তাঁর পার্শবর্তী ২ নং, ৩ নং ও ৫ নং ওয়ার্ডের মানুষের জন্যও একবেলা করে ডিম ভাতের ব্যবস্থা করেছেন, নাম দিয়েছেন অভিষেক ব্যানার্জির
নামকরণে “কল্পতরু”। তবে পাপিয়া নিজে একজন মা তাই তাঁর মাতৃত্ববোধ থেকে তিনি তাঁর ওয়ার্ডের ফ্রেন্ডস ক্লাবের বেশ কিছু শিশুদের হাতে তুলে দেন দুধ, কলা, ডিম, ম্যাগি ও বিস্কুট।সকলে তো সংসারের কথা চিন্তা করে খাদ্যসামগ্রী বিতরণ করছে কিন্তু শিশুদের কি হবে? সেই কথা চিন্তাভাবনা করেই তিনি শিশুদের হাতে তুলে দেন তাদের পুষ্টিযুক্ত খাবার যা তাদের করোনা মোকাবিলার জন্য প্রতিরোধ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে।