প্রথম পাতা

পুজোয় লকডাউনের বিধি নিষেধ সর্ব সাধারণের জন্য শিথিল করল রাজ্য সরকার, ট্রেন চলাচল অনিশ্চিত

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ৩০শে সেপ্টেম্বর ২০২১ : বর্তমানে গোটা রাজ্যে নাইট কারফিউ বজায় আছে যাতে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাচলের উপর নজরদারি করা হচ্ছে। বৈধ কারণে বা অতি প্রয়োজন থাকলে এই সময়ে রাস্তায় চলাচল করা সম্ভব হয়েছে। এই বিধি নিষেধ কার্যকরি ছিল ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু কোভিডের কারণে সেই মেয়াদ বাড়ানো হয় ৩০শে অক্টোবর পর্যন্ত।

কিন্তু রাজ্য সরকারের নির্দেশ 753/X-ISS/2M-22/2020 অনুযায়ী এই বিধি নিষেধ শুধুমাত্র পুজোর কারণে ১০ই অক্টোবর থেকে ২০শে সেপ্টেম্বর শিথিল করা হল। পুজোর কয়েকটা দিন মানুষ চিরাচরিত নিয়মে গোটা রাত প্রতিমা দর্শনে রাতে বাইরে থাকতে পারবেন। কিন্তু এর পাশাপাশি লোকাল ট্রেন বা মেট্রো রেল এই বাড়তি সময়ে চলাচল করার ব্যাপারে কোন সবুজ সঙ্কেত দেয় নি রাজ্য সরকার। এছাড়া মাস্ক ব্যবহার, শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে। কিন্তু প্রতিবারের মত সারারাত ধরে যেভাবে লোকাল ট্রেন চলে তা হয়তো এবার চলবে না এবং মেট্রো রেল অতিরিক্ত সময় চলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *