প্রথম পাতা

সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজপুর সোনারপুরের ২৭ নং ওয়ার্ডে গ্রীন পার্ক স্কুলে দেওয়া হল চাল ও আলু

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৪শে মার্চ ২০২০ : রাজ্যে করোনায় আক্রান্তের খবর এখনও পর্যন্ত ৯ জন আর মৃতের সংখ্যা ১। এই সংখ্যাটা হয়তো আরও বাড়তে পারে তাই এই ভাইরাসকে প্রতিরোধ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী ৩১শে মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছেন। গোটা রাজ্যে করোনার থাবা রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সব সরকারি বিদ্যালয়গুলোকে নির্দেশ নিয়েছেন স্কুলের সকল ছাত্রছাত্রীদের জন্য ২ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করার জন্য। সেই নির্দেশিকা মেনেই রাজপুর সোনারপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ডে গ্রীন পার্ক শিক্ষা সদন প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অভিভাবকদের হাতে তুলে দেওয়া হল সরকারি নিয়ম মেনে ২ কেজি চাল ও ২ কেজি আলু। যদিও অভিভাবকেরা তাদের সন্তানদের সংক্রামনের কারণে স্কুলে নিয়ে আসে নি। তাঁরা নিজেরাই লাইন দিয়ে সরকারি অনুদান নিয়ে গেছে।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমিত্র কর জানান, অভিভাবকদের লাইন দীর্ঘ হতেই স্কুলের পক্ষ থেকে সকলকে সচেতন করে জানিয়ে দেওয়া হয় একই জায়গায় অধিক মানুষের সমাবেশ না করতে, সকলে যাতে কিছুটা দূরে থাকেন, বলা হয় মাত্র ৭ জন করে লাইনে থাকতে। এই ওয়ার্ডের পৌরপিতা রাজপুর সোনারপুরের সি আই সি নজরুল আলি মন্ডল যিনি গোটা সোনারপুর উত্তর বিধানসভার সংগঠনের কাজ ও সরকারি নির্দেশ সর্বত্র গুরুত্ব দিয়ে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *