করোনার লকআউটের কারণে খাদ্য সঙ্কট মেটাতে রাজপুর সোনারপুর ৩৫ নং ওয়ার্ডে বিলি করা হল চাল ও আলু
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৬শে মার্চ ২০২০ : করোনার কারণে ভারত সহ এই রাজ্যেও লকআউট হয়েছে। কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। বাজার দোকানও সেভাবে খোলা নেই। মানুষের আর্থিক পরিস্থিতিও খুবই খারাপ কারণ কাজে যেতে পারছে না বলে রোজগার নেই।আর রোজগারের যোগান নেই বলে গরীর পরিবারে শুরু হয়েছে দুশ্চিন্তা। ঘরে টাকা নেই-এর সাথে এখন আরেকটা সঙ্কট দেখা দিয়েছে খাদ্যের যোগানের।
এবার সেই সঙ্কট থেকে গরীব পরিবারদের মুক্তি দিতে এগিয়ে এল রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ডের রামকৃষ্ণ সরণী মিলন সংঘের সভাপতি দেবাশিস দাশ। দেবাশিস দাশ এলাকার দিনমজুর পরিবারদের জন্য আজ চাল ও আলু তুলে দিলেন এমন প্রায় ১৫০টা পরিবারকে। প্রতি পরিবারকে ৫ কেজি করে চাল ও ২ কেজি করে আলু দেওয়া হয়। তবে যে পরিবারে সদস্য বেশি তাদের পরিমান বেশি ছিল। দেবাশিস দাশ বলেন, আমাদের এই এলাকা সমাজের খুবই পিছিয়ে থাকা এলাকা। এই এলাকায় গরীর ও অতি গরীব পরিবারের বাস এবং এই সব পরিবারের রোজগার কম, তাই এদের সংসারে অভাবও বেশি। তাই যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য করোনা প্রতিরোধের জন্য সর্বদা চিন্তা করে সারা দেশের মধ্যে সবার আগে এই রাজ্যে লকডাউন ঘোষণা করেছেন, তারপর দেশের প্রধানমন্ত্রী সারা দেশের লকডাউন ঘোষণা করেন। সেখানে আমি আমার ক্লাবের সদস্যদের নিয়ে আজ প্রায় ১৫০ পরিবারকে সাধ্য অনুযায়ী চাল ও আলু তুলে দেওয়া হয়। আবার আগামী রবিবার দেওয়া হবে। যদিও রামকৃষ্ণ সরণী মিলন সংঘের বাসিন্দাদের দেওয়ার সিদ্ধান্ত হলেও আশেপাশের বাসিন্দারাও খবর পেয়ে চলে আসে চাল ও আলু নিতে, তাদেরও দেওয়া হয়।